অভিষেকের অনুপ্রেরণা বিপাশা
তাঁর এমন ফিট থাকার রহস্য কী? এক দিনের জন্যও শরীরচর্চা বাদ দেন না বিপাশা বসু। এমনকি শুটিং থাকলেও নয়। আর এতেই অনুপ্রেরণা পেয়েছেন অভিষেক বচ্চন।
বিপাশাকে দেখেই নাকি জিমে তিনি আরও বেশি পরিশ্রম করেন। ‘যখন আপনি বিপাশার সঙ্গে শুটিং করবেন, দেখবেন, সে আপনার আগে জিমে যাচ্ছে, আর আপনার পরে বের হচ্ছে। এতে আপনার নিজের শরীরচর্চা নিয়ে নতুন করে ভাবতে শুরু করবেন আপনি।’ বলেছেন অভিষেক বচ্চন।সম্প্রতি ব্রেকফ্রি নামে নিজের ফিটনেস ডিভিডি বের করেছেন বিপাশা বসু। এবার তো চাইলে সবাই তাঁর মতো করে শরীরচর্চা করতে পারবেন। জি নিউজ ব্যুরো।
No comments