ফুটবলকে ম্যারাডোনার ‘বিদায়’
কোচ হিসেবে কাজ করার ঝুঁকি থাকে। খেলোয়াড় হিসেবে তাঁর যে অবিস্মরণীয় কীর্তি, অবিশ্বাস্য রূপকথা, সেগুলোকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া হয়। তার পরও ঝুঁকিটা নিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা।
ব্যর্থও হয়েছেন। আর্জেন্টাইন কিংবদন্তি এখন জানাচ্ছেন, ফুটবলেই আর কাজ করতে চান না। তবে কি আত্মসমর্পণ করছেন ম্যারাডোনা? আসলে তাঁর ক্ষোভটা অন্যখানে। বোকা জুনিয়র্সের এই সাবেক কিংবদন্তি ক্ষুব্ধ রিভার প্লেটের কোচ মাতিয়াস আলমেইদাকে ‘অন্যায়ভাবে’ সরানো হয়েছে বলে, ‘ওরা আলমেইদাকে যেভাবে ছাঁটাই করে র্যা মন ডিয়াজকে কোচ বানাল, তাতে যে বিরক্তি আমার জন্মেছে, আমি আর ফুটবলেই কাজ করতে চাই না। তিন দিনের মাথায় নতুন আরেকজনকে কোচ বানানোর ঘটনা দেখে আমি শিউরে উঠেছি। আমি আর এখানে কাজ করতে চাই না।’ ওয়েবসাইট।
No comments