আজিমপুরে সড়ক প্রশস্তকরণের কাজ দ্রুত শেষ করার দাবি
আজিমপুর কবরস্থানসংলগ্ন রাস্তা প্রশস্তকরণের কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছে নতুন পল্টন লাইন উন্নয়ন পরিষদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এই দাবি জানানো হয়।
মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা বলেন, স্থানীয় জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতে আজিমপুর কবরস্থান-সংলগ্ন সড়ক প্রশস্তকরণের কাজ শুরু করে ঢাকা সিটি করপোরেশন। প্রায় ৭০ ভাগ কাজ শেষ হওয়ার পর হাইকোর্টে একটি রিট আবেদনের কারণে কাজ স্থগিত হয়ে যায়। এ সড়কে আজিমপুর, লালবাগ, নিউমার্কেট, হাজারীবাগ, কামরাঙ্গীরচরসহ আশপাশের এলাকার প্রায় ১০ লাখ মানুষ যাতায়াত করে। সড়কের কাজ বন্ধ হওয়ায় এলাকাবাসীর মধ্যে হতাশা দেখা দিয়েছে। তারা হাইকোর্টের রায় পুনর্বিবেচনার অনুরোধ জানায়।আজিমপুর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নতুন পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজ, শহীদ মানিক গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নতুন পল্টন আল-হেরা মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীসহ সব শ্রেণীপেশার মানুষ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ দলীয় স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, সাবেক ওয়ার্ড কমিশনার হুমায়ুন কবির প্রমুখ। বিজ্ঞপ্তি।
No comments