ফেসবুকের নতুন সার্চ-সুবিধা চালু
সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, তারা তাদের সাইটে একটি বড় ধরনের টুল যোগ করতে যাচ্ছে। একটি হচ্ছে একটি স্মার্ট সার্চ ইঞ্জিন।
ফেসবুক কর্তৃপক্ষ এর নাম দিয়েছে গ্রাফ সার্চ। এর মাধ্যমে ফেসবুক ব্যবহারকারী ব্যক্তিরা এ যাবত্ বন্ধুদের সঙ্গে যা কিছু শেয়ার করেছে, তা খুঁজে পাবে।ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানান, এই সার্চ ইঞ্জিন দিয়ে অন্য কোনো ওয়েবসাইটের কিছু খুঁজে পাওয়া যাবে না; এটি শুধু ফেসবুকেই সীমাবদ্ধ থাকবে। এটি কখনোই সার্চ ইঞ্জিন গুগলের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে না। তবে কখনো কোন কিছু খুঁজে না পেলে এটি মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিংয়ের সঙ্গে মিলে খোঁজার কাজটি করবে। জাকারবার্গ বলেন, ‘আমি মনে করি না যে লোকজন ফেসবুকের বাইরের কোনো জিনিস খুঁজতে গেলে ফেসবুকে ভিড় করবে।’ ফেসবুকের এই সার্চ ইঞ্জিন তৈরি করেছেন লারস রাসমুসেন। তিনি জানান, গ্রাফ সার্চ দিয়ে ফেসবুক ব্যবহারকারীরা এ পর্যন্ত পোস্ট করা ছবি, স্ট্যাটাস, কমেন্ট ছাড়াও কোন ছবি ও কমেন্টে লাইক দিয়েছে, তা দেখতে পারবে। গ্রাফ সার্চে নিজের পোস্ট করা ছবি ও কমেন্ট ছাড়া শুধু তাদের তথ্য ও ছবি খুঁজে পাওয়া যাবে, যারা আপনার সরাসরি বন্ধু। বন্ধুর বন্ধুর কমেন্ট ও ছবি খুঁজে পাওয়া যাবে না। নানা সীমাবদ্ধতার কারণে এত দিন পর্যন্ত ফেসবুকের সার্চ-পদ্ধতি সমালোচিত ছিল। কিন্তু নতুন টুল আসায় ব্যবহারকারী ব্যক্তিরা খুশি হবে বলে ফেসবুক কর্তৃপক্ষ আশা করছে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান
No comments