পান্থপথে রেস্তরাঁ থেকে ৩৫ হিযবুত জঙ্গী গ্রেফতার- গোপন বৈঠক করছিল ॥ এক সঙ্গে এত বিপুলসংখ্যক জঙ্গী গ্রেফতার দেশে প্রথম
রাজধানীর পান্থপথের একটি রেস্তরাঁ থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের ৩৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে র্যাব। দেশে একসঙ্গে কোন নিষিদ্ধ সংগঠনের এত নেতাকর্মী গ্রেফতারের এটিই প্রথম ঘটনা। হিযবুত তাহ্রীর নিষিদ্ধ হওয়ার পরেও সারাদেশে সাঁড়াশি অভিযানেও একত্রে এত নেতাকর্মী গ্রেফতারের ঘটনা ঘটেনি।
ঈদপরবর্র্তী বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮দলীয় জোটের সরকারবিরোধী নানা আন্দোলন কর্মসূচীতে নামার পূর্বপ্রস্তুতি হিসেবে গ্রেফতারকৃতরা একত্রিত হয়েছিল। নিষিদ্ধ জঙ্গী সংগঠনগুলো পবিত্র রোজার মাসে নানা সামাজিক কর্মসূচীর আড়ালে সরকারবিরোধী রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে। হিযবুত তাহ্রীরসহ অন্যান্য জঙ্গী সংগঠনের পেছনে মোটা অঙ্কের টাকা খরচ করছে স্বাধীনতাবিরোধীরা।
রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কলাবাগান থানাধীন পান্থপথের আশিয়ানা নামের একটি রেস্তরাঁয় অভিযান চালায় র্যাবের একটি দল। অভিযানে গ্রেফতার হয় ৩৫ হিযবুত তাহ্রীর নেতাকর্মী। গ্রেফতারকালে নেতাকর্মীরা গোপন বৈঠক করছিল।
গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ কামরুজ্জামান ওরফে বাচ্চু (৩৭), পিতা আলমগীর সওদাগর (মৃত), বাড়ি বরিশাল জেলা সদরের আইছা গ্রামে, বর্তমান ঠিকানা, গ্রামীণ ব্যাংক রোড, খিলক্ষেত, ঢাকা।
সোহান হাফিজ (৩০), পিতা মোহাম্মদ আজিম উদ্দিন (অবসরপ্রাপ্ত শিক্ষক), বর্তমান ঠিকানা ৩৯, তেজকুনিপাড়া, তেজগাঁও, ঢাকা।
সোহেল রানা (২৬), পিতা নুরু আমিন (সৌদি আরবে বিদ্যুত বিভাগে কর্মরত), বাড়ি লক্ষ্মীপুর জেলা সদরের ছোট বল্লমপুরে। বাসা ৩০, মোহাম্মদীয়া হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা।
মোর্শেদুল আলম সুজন (২১), পিতা দিদারুল আলম (সীতাকুন্ড মহিলা কলেজের শিক্ষক), বাড়ি চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন মহাদেবপুরে, বাসা ৩৫২, এলিফ্যান্ট রোড, ঢাকা।
সাইফ মাহমুদ (২৪), পিতা আবু তালেব (কমিউনিকেশন অফিসার, সিভিল এ্যাভিয়েশন, ঢাকা বিমানবন্দর), বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন বাবলা গ্রামে, বাসা ৩২০, কাউলা (বন্ধন ভিলা), দক্ষিণ খান, ঢাকা।
আবু সুফিয়ান ওরফে শিপু (৩০), পিতা আবুল কালাম আজাদ (মুদি দোকানদার), বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন রামপুর পূর্ব পাড়ায়, বাসা ৩২/২, নর্থ সার্কুলার রোড, কলাবাগান, ঢাকা।
নুরুজ্জামান চৌধুরী মাসুম (৩৩), পিতা আসাদ উদ্দিন চৌধুরী (অবসরপ্রাপ্ত সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়)। বাসা ৪৭, সার্কুলার রোড, ইস্টার্ন প্লাজা, হাতিরপুল, শাহবাগ, ঢাকা।
কামরুল হাসান (২৭), পিতা আবুল কালাম (ঠিকাদার), বাড়ি চট্টগ্রামের মীরেরশ্বরাই থানাধীন কাটাছড়ায়, বাসা ১৭৫, রোড নং ৪, মোহাম্মাদীয়া হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা।
মোঃ মহসিন (৩০), পিতা মৃত আবু ইউসুফ, বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানাধীন বারকাউনিয়া গ্রামে, বাসা ৩৬৮/এ, ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, ঢাকা।
মীর নজরুল ইসলাম (২৮), পিতা মৃত আজগর আলী, সাং শিরোমনি, থানা খাঁন জাহান আলী, জেলা খুলনা, বাসা ৩৭৩/২, ফ্রি স্কুল স্ট্রিট, পুকুরপাড়, হাতিরপুল, কলাবাগান, ঢাকা।
আব্দুল জব্বার ওরফে রাজিব (২৫), পিতা নজরুল ইসলাম (কৃষিকাজ), সাং-লক্ষ্মিদার, থানা-মির্জাপুর, জেলা টাঙ্গাইল, বাসা ৫৭/৬, পূর্ব রাজাবাজার, শেরেবাংলা নগর, ঢাকা।
জাহিদুর রহমান ওরফে রবিন (২৯), পিতা সাইদুর রহমান (জজকোর্টের পেশকার)। সাং- কবুতরখোলা, থানা- শ্রীনগর, জেলা-মুন্সীগঞ্জ, বাসা ৪৮৮/এ, পশ্চিম শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা।
মোঃ রোকনুজ্জামান ওরফে রোকন (৩০), পিতা খালেক মিয়া (অবসরপ্রাপ্ত শিক্ষক), সাং- ছোট বিঘাইল, থানা ও জেলা-পটুয়াখালী, বাসা ৪২/২, তলাবাগ, জিগাতলা, হাজারীবাগ, ঢাকা।
শেখ শাহিনুল ইসলাম ওরফে সজল (৩০), পিতা শেখ ফজলুল করিম (অবসরপ্রাপ্ত শিক্ষক), সাং- ঘাঘা, থানা- লোহাগড়া, জেলা- নড়াইল, বাসা ১২, রোড নং-৭, সেক্টর-১১, উত্তরা, ঢাকা।
সাদেকুল ইসলাম ভূইয়া (২৪), পিতা-নজরুল ইসলাম ভূইয়া (পিডিবির অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা), সাং খনিয়ার চর, থানা- হোমনা, জেলা- কুমিল্লা, বাসা ৬ষ্ঠ তলা ইস্টার্ন হাউজিং, মিরপুর-১১, ঢাকা।
জুয়েল আহম্মেদ (৩২), পিতা মৃত সাগীর আহাম্মদ, গ্রাম- ডেমরা, আশুলিয়া, থানা- যাত্রাবাড়ী, ঢাকা, বাসা ১৪৪/১ ক্রিসেন্ট রোড গস্খীন রোড, ঢাকা।
মনিরুজ্জামান ওরফে লাভলু (২১), পিতা-শেখ মুজিবুর রহমান (বসুন্ধরা মার্কেটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার), সাং- মগরা, থানা ও জেলা- বাঘেরহাট, বাসা ৩২/২, ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, ঢাকা।
বাব্বি মিয়া (২০), পিতা মৃত মানিক মিয়া, বাসা ১০, লিংক রোড, বাংলামোটর, শাহাবাগ, ঢাকা।
ফয়সাল আহমেদ ওরফে ফয়সাল (২৪), পিতা ফিরোজ আহমেদ (ব্যবসা), সাং- ভেড়ামারা, থানা ও জেলা- গোপালগঞ্জ, বাসা ২২১/২, গ্রীন রোড, কলাবাগান, ঢাকা।
এমএ আজিজ রতন (২২), পিতা মৃত এমএ মজিদ, সাং দিনারা, থানা- নড়িয়া, জেলা- শরিয়তপুর, বাসা ২/ক, লেক সার্কাস, কলাবাগান, ঢাকা।
এফএ সাফফাত রহমান ফাহিম (২২), পিতা মোহাম্মদ জামিল। সাং-কাপ্তান বাজার, থানা- কোতোয়ালি, জেলা- কুমিল্লা। বাসা ৪৪/আর, নতুন রাস্তা, ঝিগাতলা, ধানম-ি, ঢাকা।
আব্দুল্লাহ মোহাম্মদ শাহিন (২০), পিতা-আব্দুল বাতেন (কাঁটাবন মসজিদ মিশন স্কুলে পিওন পদে কর্মরত), সাং-জাঙ্গালিয়া, থানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ।
নাঈম আল মামুন (১৮), পিতা- ফিরোজ আল মামুন (মাল্টিনেশন কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সেলস্ এক্সিকিউটিভ), সাং- বারোপাখিয়া, থানা-দেলদুয়ার, জেলা-টাঙ্গাইল, বাসা ১৫, নর্থ রোড, ভূতের গলি, ধানম-ি, ঢাকা।
সাজ্জাদ হোসাইন (১৮), পিতা দুলাল মিয়া (ড্রাইভার), সাং- ষোলপাড়া, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা। বাসা হাতিরপুল পাওয়ার হাউস স্টাফ কোয়ার্টার, শাহবাগ, ঢাকা।
তাহমিদ আফসারী ওরফে আকিক (১৮), পিতা- হামিদ আফসারী (বসুন্ধরা মার্কেটের দোকান কর্মচারী)। সাং- বশিকপুর, থানা ও জেলা-লক্ষ্মীপুর।
ফারাবী আহমেদ ওরফে রসি (২০), পিতা- এমএ জাহের (রড ব্যবসায়ী), সাং- সালগাঁও, থানা- গোপনঘাট, জেলা- বি-বাড়ীয়া, বাসা ৫৮, ফ্রি স্কুল স্ট্রিট, কাঁঠালবাগান, কলাবাগান, ঢাকা।
এসএম শামসুল হুদা অমিত (১৮), পিতা- এসএম বজলুর রহমান (ডিপিডিসির নিরাপত্তা প্রহরী), সাং- কুনিয়াপাচড়, থানা ও জেলা- গাজীপুর। বাসা হাতিরপুল পাওয়ার হাউস, ১৫নং টিনশেড স্টাফ কোয়ার্টার, শাহবাগ, ঢাকা।
নজমুল হক (১৮), পিতা- লোকমান হেকিম (কৃষক) সাং- রায়পুরা, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ, বাসা ২৪৮/এ, ফ্রি স্কুল স্ট্রিট, কাঠালবাগান, ঢাকা।
ফুয়াদ মোহাম্মদ আব্দুল মুইজ (২২), পিতা- সাইফুল আলম (প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার) সাং-সাহেবাবাদ, থানা- ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা, বাসা ৪৫, কলাবাগান (৫ম তলা), ঢাকা।
ফারহাবী ইসলাম সিয়াম (১৮), পিতা- নজরুল ইসলাম (গার্মেন্টস ফ্যাক্টরিতে সুপারভাইজার পদে কর্মরত), সাং- সোহাগপুর, থানা-মির্জাপুর, জেলা- টাঙ্গাইল, বাসা পেপারগলি, কাঠালবাগান, ঢাকা।
সাকিব আল হাসান (২০), পিতা- আবু বক্কর সিদ্দিক (কৃষি)। সাং- সাহারপাড়, থানা- নবীনগর, জেলা- বি-বাড়ীয়া। বাসা কাঁঠালবাগান বাজার মসজিদ (সবুজের বাসার ভাড়াটিয়া) কলাবাগান, ঢাকা।
আব্দুলাহ আল ফারুকী (২০), পিতা- সাইদুল ইসলাম (উপ-সহকারী পরিচালক, কৃষি বিভাগ, টাঙ্গাইল), বাসা ৩৫, কাঠালবাগান, ঢাকা।
শরিফুল ইসলাম (১৮), পিতা- রফিকুল ইসলাম (কৃষিকাজ), সাং পাইকপাড়া দীঘিরপাড়, থানা ও জেলা- বি-বাড়ীয়া, বাসা এম-৩২, নুরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা।
মেহরীয়র হক (১৯), পিতা- নাজিবুল হক (বাংলাদেশ ব্যাংক মতিঝিল শাখায় উপ-পরিচালক পদে কর্মরত) মাতা- মেহজাবিন হক (ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক), সাং- দড়িকান্দি, থানা ও জেলা- কুমিল্লা।
ইব্রাহীম আফরোজ ওরফে অপু (৩০)। পিতা- সৈয়দ আফরোজ (অবসরপ্রাপ্ত ডিজিএম, রূপালী ব্যাংক)। সাং- ৯৭ সিরাজদ্দৌলা রোড, থানাপাড়া রোড, টাঙ্গাইল। বাসা এইচ ৮২, রোড ১৬, সেক্টর-১৪, উত্তরা, ঢাকা। বর্তমানে বেকার।
সোমবার গ্রেফতারকৃত ৩৫ জনকে র্যাব সদর দফতরে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। র্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার এম সোহায়েল সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের সদস্য। তারা ইফতারের নামে গোপন বৈঠক করছিল। গ্রেফতারকৃত ৩৫ জনের মধ্যে ২৭ জন নিষিদ্ধ হিযবুত তাহ্রীরের সক্রিয় নেতাকর্মী। বাকিরা সাধারণ সদস্য।
গ্রেফতারের পর পরই তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু হয়। জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে তারা বড় ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য একত্রিত হয়েছিল বলে জানা গেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ২১ জনের বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ রাষ্ট্র ও সরকারবিরোধী বক্তব্য সংবলিত লিফলেট ও পোস্টারসহ নানা ধরনের আলামত উদ্ধার করা হয়।
রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কলাবাগান থানাধীন পান্থপথের আশিয়ানা নামের একটি রেস্তরাঁয় অভিযান চালায় র্যাবের একটি দল। অভিযানে গ্রেফতার হয় ৩৫ হিযবুত তাহ্রীর নেতাকর্মী। গ্রেফতারকালে নেতাকর্মীরা গোপন বৈঠক করছিল।
গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ কামরুজ্জামান ওরফে বাচ্চু (৩৭), পিতা আলমগীর সওদাগর (মৃত), বাড়ি বরিশাল জেলা সদরের আইছা গ্রামে, বর্তমান ঠিকানা, গ্রামীণ ব্যাংক রোড, খিলক্ষেত, ঢাকা।
সোহান হাফিজ (৩০), পিতা মোহাম্মদ আজিম উদ্দিন (অবসরপ্রাপ্ত শিক্ষক), বর্তমান ঠিকানা ৩৯, তেজকুনিপাড়া, তেজগাঁও, ঢাকা।
সোহেল রানা (২৬), পিতা নুরু আমিন (সৌদি আরবে বিদ্যুত বিভাগে কর্মরত), বাড়ি লক্ষ্মীপুর জেলা সদরের ছোট বল্লমপুরে। বাসা ৩০, মোহাম্মদীয়া হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা।
মোর্শেদুল আলম সুজন (২১), পিতা দিদারুল আলম (সীতাকুন্ড মহিলা কলেজের শিক্ষক), বাড়ি চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন মহাদেবপুরে, বাসা ৩৫২, এলিফ্যান্ট রোড, ঢাকা।
সাইফ মাহমুদ (২৪), পিতা আবু তালেব (কমিউনিকেশন অফিসার, সিভিল এ্যাভিয়েশন, ঢাকা বিমানবন্দর), বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন বাবলা গ্রামে, বাসা ৩২০, কাউলা (বন্ধন ভিলা), দক্ষিণ খান, ঢাকা।
আবু সুফিয়ান ওরফে শিপু (৩০), পিতা আবুল কালাম আজাদ (মুদি দোকানদার), বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন রামপুর পূর্ব পাড়ায়, বাসা ৩২/২, নর্থ সার্কুলার রোড, কলাবাগান, ঢাকা।
নুরুজ্জামান চৌধুরী মাসুম (৩৩), পিতা আসাদ উদ্দিন চৌধুরী (অবসরপ্রাপ্ত সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়)। বাসা ৪৭, সার্কুলার রোড, ইস্টার্ন প্লাজা, হাতিরপুল, শাহবাগ, ঢাকা।
কামরুল হাসান (২৭), পিতা আবুল কালাম (ঠিকাদার), বাড়ি চট্টগ্রামের মীরেরশ্বরাই থানাধীন কাটাছড়ায়, বাসা ১৭৫, রোড নং ৪, মোহাম্মাদীয়া হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা।
মোঃ মহসিন (৩০), পিতা মৃত আবু ইউসুফ, বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানাধীন বারকাউনিয়া গ্রামে, বাসা ৩৬৮/এ, ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, ঢাকা।
মীর নজরুল ইসলাম (২৮), পিতা মৃত আজগর আলী, সাং শিরোমনি, থানা খাঁন জাহান আলী, জেলা খুলনা, বাসা ৩৭৩/২, ফ্রি স্কুল স্ট্রিট, পুকুরপাড়, হাতিরপুল, কলাবাগান, ঢাকা।
আব্দুল জব্বার ওরফে রাজিব (২৫), পিতা নজরুল ইসলাম (কৃষিকাজ), সাং-লক্ষ্মিদার, থানা-মির্জাপুর, জেলা টাঙ্গাইল, বাসা ৫৭/৬, পূর্ব রাজাবাজার, শেরেবাংলা নগর, ঢাকা।
জাহিদুর রহমান ওরফে রবিন (২৯), পিতা সাইদুর রহমান (জজকোর্টের পেশকার)। সাং- কবুতরখোলা, থানা- শ্রীনগর, জেলা-মুন্সীগঞ্জ, বাসা ৪৮৮/এ, পশ্চিম শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা।
মোঃ রোকনুজ্জামান ওরফে রোকন (৩০), পিতা খালেক মিয়া (অবসরপ্রাপ্ত শিক্ষক), সাং- ছোট বিঘাইল, থানা ও জেলা-পটুয়াখালী, বাসা ৪২/২, তলাবাগ, জিগাতলা, হাজারীবাগ, ঢাকা।
শেখ শাহিনুল ইসলাম ওরফে সজল (৩০), পিতা শেখ ফজলুল করিম (অবসরপ্রাপ্ত শিক্ষক), সাং- ঘাঘা, থানা- লোহাগড়া, জেলা- নড়াইল, বাসা ১২, রোড নং-৭, সেক্টর-১১, উত্তরা, ঢাকা।
সাদেকুল ইসলাম ভূইয়া (২৪), পিতা-নজরুল ইসলাম ভূইয়া (পিডিবির অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা), সাং খনিয়ার চর, থানা- হোমনা, জেলা- কুমিল্লা, বাসা ৬ষ্ঠ তলা ইস্টার্ন হাউজিং, মিরপুর-১১, ঢাকা।
জুয়েল আহম্মেদ (৩২), পিতা মৃত সাগীর আহাম্মদ, গ্রাম- ডেমরা, আশুলিয়া, থানা- যাত্রাবাড়ী, ঢাকা, বাসা ১৪৪/১ ক্রিসেন্ট রোড গস্খীন রোড, ঢাকা।
মনিরুজ্জামান ওরফে লাভলু (২১), পিতা-শেখ মুজিবুর রহমান (বসুন্ধরা মার্কেটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার), সাং- মগরা, থানা ও জেলা- বাঘেরহাট, বাসা ৩২/২, ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, ঢাকা।
বাব্বি মিয়া (২০), পিতা মৃত মানিক মিয়া, বাসা ১০, লিংক রোড, বাংলামোটর, শাহাবাগ, ঢাকা।
ফয়সাল আহমেদ ওরফে ফয়সাল (২৪), পিতা ফিরোজ আহমেদ (ব্যবসা), সাং- ভেড়ামারা, থানা ও জেলা- গোপালগঞ্জ, বাসা ২২১/২, গ্রীন রোড, কলাবাগান, ঢাকা।
এমএ আজিজ রতন (২২), পিতা মৃত এমএ মজিদ, সাং দিনারা, থানা- নড়িয়া, জেলা- শরিয়তপুর, বাসা ২/ক, লেক সার্কাস, কলাবাগান, ঢাকা।
এফএ সাফফাত রহমান ফাহিম (২২), পিতা মোহাম্মদ জামিল। সাং-কাপ্তান বাজার, থানা- কোতোয়ালি, জেলা- কুমিল্লা। বাসা ৪৪/আর, নতুন রাস্তা, ঝিগাতলা, ধানম-ি, ঢাকা।
আব্দুল্লাহ মোহাম্মদ শাহিন (২০), পিতা-আব্দুল বাতেন (কাঁটাবন মসজিদ মিশন স্কুলে পিওন পদে কর্মরত), সাং-জাঙ্গালিয়া, থানা- আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ।
নাঈম আল মামুন (১৮), পিতা- ফিরোজ আল মামুন (মাল্টিনেশন কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সেলস্ এক্সিকিউটিভ), সাং- বারোপাখিয়া, থানা-দেলদুয়ার, জেলা-টাঙ্গাইল, বাসা ১৫, নর্থ রোড, ভূতের গলি, ধানম-ি, ঢাকা।
সাজ্জাদ হোসাইন (১৮), পিতা দুলাল মিয়া (ড্রাইভার), সাং- ষোলপাড়া, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা। বাসা হাতিরপুল পাওয়ার হাউস স্টাফ কোয়ার্টার, শাহবাগ, ঢাকা।
তাহমিদ আফসারী ওরফে আকিক (১৮), পিতা- হামিদ আফসারী (বসুন্ধরা মার্কেটের দোকান কর্মচারী)। সাং- বশিকপুর, থানা ও জেলা-লক্ষ্মীপুর।
ফারাবী আহমেদ ওরফে রসি (২০), পিতা- এমএ জাহের (রড ব্যবসায়ী), সাং- সালগাঁও, থানা- গোপনঘাট, জেলা- বি-বাড়ীয়া, বাসা ৫৮, ফ্রি স্কুল স্ট্রিট, কাঁঠালবাগান, কলাবাগান, ঢাকা।
এসএম শামসুল হুদা অমিত (১৮), পিতা- এসএম বজলুর রহমান (ডিপিডিসির নিরাপত্তা প্রহরী), সাং- কুনিয়াপাচড়, থানা ও জেলা- গাজীপুর। বাসা হাতিরপুল পাওয়ার হাউস, ১৫নং টিনশেড স্টাফ কোয়ার্টার, শাহবাগ, ঢাকা।
নজমুল হক (১৮), পিতা- লোকমান হেকিম (কৃষক) সাং- রায়পুরা, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ, বাসা ২৪৮/এ, ফ্রি স্কুল স্ট্রিট, কাঠালবাগান, ঢাকা।
ফুয়াদ মোহাম্মদ আব্দুল মুইজ (২২), পিতা- সাইফুল আলম (প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার) সাং-সাহেবাবাদ, থানা- ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা, বাসা ৪৫, কলাবাগান (৫ম তলা), ঢাকা।
ফারহাবী ইসলাম সিয়াম (১৮), পিতা- নজরুল ইসলাম (গার্মেন্টস ফ্যাক্টরিতে সুপারভাইজার পদে কর্মরত), সাং- সোহাগপুর, থানা-মির্জাপুর, জেলা- টাঙ্গাইল, বাসা পেপারগলি, কাঠালবাগান, ঢাকা।
সাকিব আল হাসান (২০), পিতা- আবু বক্কর সিদ্দিক (কৃষি)। সাং- সাহারপাড়, থানা- নবীনগর, জেলা- বি-বাড়ীয়া। বাসা কাঁঠালবাগান বাজার মসজিদ (সবুজের বাসার ভাড়াটিয়া) কলাবাগান, ঢাকা।
আব্দুলাহ আল ফারুকী (২০), পিতা- সাইদুল ইসলাম (উপ-সহকারী পরিচালক, কৃষি বিভাগ, টাঙ্গাইল), বাসা ৩৫, কাঠালবাগান, ঢাকা।
শরিফুল ইসলাম (১৮), পিতা- রফিকুল ইসলাম (কৃষিকাজ), সাং পাইকপাড়া দীঘিরপাড়, থানা ও জেলা- বি-বাড়ীয়া, বাসা এম-৩২, নুরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা।
মেহরীয়র হক (১৯), পিতা- নাজিবুল হক (বাংলাদেশ ব্যাংক মতিঝিল শাখায় উপ-পরিচালক পদে কর্মরত) মাতা- মেহজাবিন হক (ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক), সাং- দড়িকান্দি, থানা ও জেলা- কুমিল্লা।
ইব্রাহীম আফরোজ ওরফে অপু (৩০)। পিতা- সৈয়দ আফরোজ (অবসরপ্রাপ্ত ডিজিএম, রূপালী ব্যাংক)। সাং- ৯৭ সিরাজদ্দৌলা রোড, থানাপাড়া রোড, টাঙ্গাইল। বাসা এইচ ৮২, রোড ১৬, সেক্টর-১৪, উত্তরা, ঢাকা। বর্তমানে বেকার।
সোমবার গ্রেফতারকৃত ৩৫ জনকে র্যাব সদর দফতরে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। র্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার এম সোহায়েল সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের সদস্য। তারা ইফতারের নামে গোপন বৈঠক করছিল। গ্রেফতারকৃত ৩৫ জনের মধ্যে ২৭ জন নিষিদ্ধ হিযবুত তাহ্রীরের সক্রিয় নেতাকর্মী। বাকিরা সাধারণ সদস্য।
গ্রেফতারের পর পরই তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু হয়। জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে তারা বড় ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য একত্রিত হয়েছিল বলে জানা গেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ২১ জনের বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ রাষ্ট্র ও সরকারবিরোধী বক্তব্য সংবলিত লিফলেট ও পোস্টারসহ নানা ধরনের আলামত উদ্ধার করা হয়।
No comments