প্রিন্স হ্যারির নগ্ন ছবি, ভিডিও ফাঁস
এর আগেও বেশ কয়েকবার বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে আলোচনায় এসেছিলেন প্রিন্স হ্যারি। এবার অলিম্পিকের পর আমেরিকায় ছুটি কাটাতে গিয়ে আবারও বিতর্কে জড়িয়েছেন ব্রিটিশ রানির এই নাতি। লাস ভেগাসের এক হোটেলে রহস্যময়ী এক নারীর সঙ্গে প্রায় নগ্ন অবস্থায় দেখা গেছে হ্যারিকে। যুক্তরাষ্ট্রের এক ওয়েবসাইটে ছবিগুলো প্রকাশিত হওয়ার পর তীব্র সমালোচনার মুখে আজ দেশে ফিরছেন তিনি।
ব্রিটিশ রাজপরিবারের সম্মানহানির অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। অলিম্পিক শেষে অবকাশযাপনে গিয়ে লাস ভেগাসের পাঁচতারা এক হোটেলে উন্মত্ত সময় কাটিয়েছেন প্রিন্স হ্যারি। এ সময় তোলা বেশ কিছু ছবিতে তাঁকে দেখা গেছে বিয়ার হাতে, বিকিনি পরা নারীদের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় সময় কাটাতে। আরেকটি ছবিতে তাঁকে দেখা গেছে পুল টেবিলের পাশে নগ্ন এক নারীকে অলিঙ্গন করতে।
হ্যারির সাম্প্রতিক এই কেলেঙ্কারি কীভাবে সামলানো যায়, তা নিয়েই এখন চিন্তিত ব্রিটিশ রাজপরিবার। আজ প্রিন্সের উপদেষ্টারা সেইন্ট জেমস প্যালেসে ব্যাপারটি নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠকও করেছেন। তবে প্রিন্স হ্যারির অবকাশযাপনের এই সময়ের ছবি প্রকাশ করায় কিছুটা অসন্তুষ্টিও প্রকাশ করেছে রাজপরিবারের ঘনিষ্ঠ এক সূত্র। ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাত্কারে ওই সূত্র বলেছেন, এ সময় হ্যারি নিশ্চয়ই ‘ন্যূনতম কিছু গোপনীয়তা’ আশা করেছিলেন। তবে ছুটি শেষে আবার সেনাবাহিনীতে যোগদান করার সময় হয়তো শাস্তির মুখোমুখিও হতে পারেন হ্যারি। অশোভন আচরণের অভিযোগে তাঁকে এই শাস্তি দেওয়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগেও বেশ কয়েকবার বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে সমালোচিত হয়েছিলেন প্রিন্স হ্যারি। ২০০২ সালে ১৭ বছর বয়সী হ্যারি গাঁজা ও মদ খাওয়ার কথা স্বীকার করেছিলেন। ২০০৪ সালে লন্ডনের এক নাইট ক্লাব থেকে বেরিয়ে এক চিত্রগ্রাহকের সঙ্গে হাতাহাতি করেছিলেন তিনি। ২০০৫ সালে নািসদের পোশাক পরা অবস্থায় ধূমপান ও মদ্যপান করতে দেখা গিয়েছিল হ্যারিকে।—মেইল অনলাইন
এর আগেও বেশ কয়েকবার বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে সমালোচিত হয়েছিলেন প্রিন্স হ্যারি। ২০০২ সালে ১৭ বছর বয়সী হ্যারি গাঁজা ও মদ খাওয়ার কথা স্বীকার করেছিলেন। ২০০৪ সালে লন্ডনের এক নাইট ক্লাব থেকে বেরিয়ে এক চিত্রগ্রাহকের সঙ্গে হাতাহাতি করেছিলেন তিনি। ২০০৫ সালে নািসদের পোশাক পরা অবস্থায় ধূমপান ও মদ্যপান করতে দেখা গিয়েছিল হ্যারিকে।—মেইল অনলাইন
No comments