বন্ধুতা
শুধু একদিন ভালোবাসা
মৃত্যু যে তার পর
তাও যদি পাই
মৃত্যু যে তার পর
তাও যদি পাই
তাই চাই
বাচতে চাইনা আমি
প্রেমহীন হাজার বছর।
কার্জন
০১৭১৭-৪৫৩২৫৩
সূর্য উঠলে ডুবে যাবে
ফুল ফুটলে ঝরে যাবে
বৃষ্টি হলে থেমে যাবে
কিন্তু তোমার আমার বন্ধুত্ব
চিরকাল রয়ে যাবে।
তানভীর
০১৯১৫-৯৯৭০৯৪
সূর্য প্রয়োজন দিনে
চাঁদ প্রয়োজন রাতে
ফুল প্রয়োজন বাগানে
আর তোমাকে প্রয়োজন
আমার এ জীবনে
মেঘ
০১৯২৬৩০০১৫৩
হয়তো সময় যাবে থেমে
হয়তো সূর্য যাবে ডুবে
হয়তো সবাই যাবে চলে!
ভয় পেয়না তুমি বন্ধু,
ভেবনা নিজেকে একা
হাত বাড়ালেই পাবে
আমার দেখা
হাসান
০১৯১৩-৮৪৮০৪৮
বন্ধু তুমি কোথায় আছ,
স্বপ্নে তুমি আমায় রাখ
নীরব
০১৭৫৯১৩৪১০৪
বন্ধু মানে হৃদ্যতা
বন্ধু মানে সহ মর্মিতা
বন্ধু মানে একে অপরের
ভাবনা পড়া
এসব না হয়ে হয় যদি ইর্ষাকাতরতা,
একে অপরের সাথে প্রতিযোগিতার লড়াই,
আর মিথ্যার হানাহানি
তাহলে চাইনা
এ বন্ধুত্বতা।
নিশাচর
০১১৯২০১৭১২৪
বাচতে চাইনা আমি
প্রেমহীন হাজার বছর।
কার্জন
০১৭১৭-৪৫৩২৫৩
সূর্য উঠলে ডুবে যাবে
ফুল ফুটলে ঝরে যাবে
বৃষ্টি হলে থেমে যাবে
কিন্তু তোমার আমার বন্ধুত্ব
চিরকাল রয়ে যাবে।
তানভীর
০১৯১৫-৯৯৭০৯৪
সূর্য প্রয়োজন দিনে
চাঁদ প্রয়োজন রাতে
ফুল প্রয়োজন বাগানে
আর তোমাকে প্রয়োজন
আমার এ জীবনে
মেঘ
০১৯২৬৩০০১৫৩
হয়তো সময় যাবে থেমে
হয়তো সূর্য যাবে ডুবে
হয়তো সবাই যাবে চলে!
ভয় পেয়না তুমি বন্ধু,
ভেবনা নিজেকে একা
হাত বাড়ালেই পাবে
আমার দেখা
হাসান
০১৯১৩-৮৪৮০৪৮
বন্ধু তুমি কোথায় আছ,
স্বপ্নে তুমি আমায় রাখ
নীরব
০১৭৫৯১৩৪১০৪
বন্ধু মানে হৃদ্যতা
বন্ধু মানে সহ মর্মিতা
বন্ধু মানে একে অপরের
ভাবনা পড়া
এসব না হয়ে হয় যদি ইর্ষাকাতরতা,
একে অপরের সাথে প্রতিযোগিতার লড়াই,
আর মিথ্যার হানাহানি
তাহলে চাইনা
এ বন্ধুত্বতা।
নিশাচর
০১১৯২০১৭১২৪
No comments