২৩ আগস্ট তফসিল ঘোষণা- গাজীপুর উপনির্বাচন
আগামী ২৩ আগস্ট গাজীপুর- ৪ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন ( ইসি)। এ উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে ৩০ সেপ্টেম্বর। রবিবার ইসি সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার মোঃ শাহনেওয়াজ।
শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, গাজীপুর- ৪ আসনের উপনির্বাচন হবে বর্তমান নির্বাচন কমিশনের প্রথম নির্বাচন। আমরা সব নিয়ম-কানুন মেনেই নির্বাচন করার চেষ্টা করব। আগামী ২৩ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আগামী ২৯ অথবা ৩০ সেপ্টেবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ উপনির্বাচনে বিরোধী দল বা অন্য কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করল কী না- সে বিষয়ে কমিশনের কিছু বলার নেই। এ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই উল্লেখ করে শাহনেওয়াজ বলেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে স্থানীয় প্রশাসনই যথেষ্ট। কথায় কথায় সেনাবাহিনী মোতায়েনের দরকার দেখছি না। এ সময় তিনি আরও জানান, আগামী সেপ্টেম্বর মাসে নতুন দল নিবন্ধনের জন্য আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
No comments