মুম্বাইয়ে বিক্ষোভ ও সহিংসতায় নিহত ২ আটক ২০
আসামে জাতিগত দাঙ্গায় হতাহতের প্রতিবাদে মুম্বাইয়ে ডাকা এক সমাবেশে সহিংসতায় দুইজন নিহত হয়েছে। গত শনিবার আয়োজিত ওই সমাবেশে ৪৪ জন আহত হয়। গতকাল রবিবার ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আসামে আদিবাসী বোড়ো সম্প্রদায় ও মুসলিম বসতি স্থাপনকারীদের জাতিগত দাঙ্গার প্রতিবাদ জানাতে শনিবার ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ের আজাদ ময়দানে কয়েক শ মানুষ সমবেত হয়। হঠাৎ করেই সমাবেশটি সহিংস হয়ে ওঠে। বিক্ষুব্ধরা কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। সমাবেশ থেকে পুলিশের দিকেও পাথর ছুড়ে মারা হয়। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস ছোড়ে। তাদের লাঠিপেটাও করা হয়।
এতে অন্তত ৪৬ জন আহত হয়। তাদের মধ্যে দুইজন পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে হয়রানি ও চুরির অভিযোগ আনা হয়েছে। সূত্র : এএফপি।
এতে অন্তত ৪৬ জন আহত হয়। তাদের মধ্যে দুইজন পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে হয়রানি ও চুরির অভিযোগ আনা হয়েছে। সূত্র : এএফপি।
No comments