মাতৃত্বকালীন ছুটি শেষ ঐশ্বরিয়ার
দীর্ঘদিন মাতৃত্বকালীন ছুটির পর রোববার জনসমক্ষে এলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এদিন কেরালা রাজ্যের কোচি শহরে কল্যাণ জুয়েলারির ৩৬তম শো’রুম উদ্বোধন করেন সাবেক এ বিশ্ব সুন্দরী।
অনুষ্ঠানে নয় মাস বয়সী মেয়ে আরাধ্যকে কোলে নিয়ে হাজির হয়েছিলেন অ্যাশ। ঐতিহ্যবাহী সাদা শাড়ি আর সোনালী রংয়ের লেহেঙ্গাতে তাকে বেশ আকর্ষণীয় লাগছিল। সেই সঙ্গে চুলে গোঁজা ছিল ফুল আর গায়ে ভারী গহনা।
উল্লেখ্য, একশ’ বছরের পুরনো কল্যাণ জুয়েলারি সম্প্রতি অমিতাভ বচ্চন এবং তার পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনকে তাদের পণ্যের ব্র্যান্ড অ্যামবেসেডর করেছে।
উল্লেখ্য, একশ’ বছরের পুরনো কল্যাণ জুয়েলারি সম্প্রতি অমিতাভ বচ্চন এবং তার পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনকে তাদের পণ্যের ব্র্যান্ড অ্যামবেসেডর করেছে।
No comments