চিত্র বিচিত্র
ছাগলের কাছে পুলিশের হার
অস্ট্রেলিয়ার ছাগল গ্যারি দেশটিতে এক আলোচিত চরিত্র। তার বিরুদ্ধে আনা সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ আদালতে প্রমাণ করতে পারেনি পুলিশ।
অস্ট্রেলিয়ার ছাগল গ্যারি দেশটিতে এক আলোচিত চরিত্র। তার বিরুদ্ধে আনা সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ আদালতে প্রমাণ করতে পারেনি পুলিশ।
এ কারণে বেকসুর খালাস পেয়ে মালিকের সাথে ঘরে ফিরে গেল গ্যারি।
গ্যারির বিরুদ্ধে পুলিশের অভিযোগ ছিল, সিডনি মিউজিয়ামের বাইরে বাগানের ফুল
খেয়ে প্রাণীটি সরকারি সম্পত্তি নষ্ট করেছে। এমন অপরাধে পুলিশ ছাগলটির
মালিককে ৩০০ পাউন্ড জরিমানা করে। পুলিশের এ আদেশের বিরুদ্ধে আদালতে আপিল
করেন গ্যারির মালিক জিম ডেজারনাউল।
আপিলের শুনানিতে ম্যাজিস্ট্রেট ক্যারোলিন বারকেল জানান, পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন তারা গ্যারিকে ফুল খেতে দেখে। কিন্তু সরকারি সম্পত্তি ধ্বংসের কোনো ইচ্ছে তাদের ছিল না বলেই মনে হচ্ছে। আর তাই ম্যাজিস্ট্রেট গ্যারি এবং তার মালিককে জরিমানা না করে ছেড়ে দেন। আদালতে আসার দিন মালিক গ্যারিকে রঙিন হ্যাট ও গলায় টাই পরিয়ে নিয়ে আসেন। রায় শেষে ডেজারনাউল বলেন, ‘গ্যারির নামে যেসব কুৎসা রটানো হয়েছিল তা পরিষ্কার হলো’।
ডেজারনাউল আরো বলেন, ‘গ্যারি ছাগলটি আজ পুলিশদের একটি মূল্যবান শিা দিলো। আর তা হলো যতটুকু চিবাতে পারো ঠিক ততটুকুই কামড় দাও। সূত্র : দ্য টাইমস।
আপিলের শুনানিতে ম্যাজিস্ট্রেট ক্যারোলিন বারকেল জানান, পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন তারা গ্যারিকে ফুল খেতে দেখে। কিন্তু সরকারি সম্পত্তি ধ্বংসের কোনো ইচ্ছে তাদের ছিল না বলেই মনে হচ্ছে। আর তাই ম্যাজিস্ট্রেট গ্যারি এবং তার মালিককে জরিমানা না করে ছেড়ে দেন। আদালতে আসার দিন মালিক গ্যারিকে রঙিন হ্যাট ও গলায় টাই পরিয়ে নিয়ে আসেন। রায় শেষে ডেজারনাউল বলেন, ‘গ্যারির নামে যেসব কুৎসা রটানো হয়েছিল তা পরিষ্কার হলো’।
ডেজারনাউল আরো বলেন, ‘গ্যারি ছাগলটি আজ পুলিশদের একটি মূল্যবান শিা দিলো। আর তা হলো যতটুকু চিবাতে পারো ঠিক ততটুকুই কামড় দাও। সূত্র : দ্য টাইমস।
No comments