রাষ্ট্রপতি ভাষণ দেবেন- আজ সংসদ অধিবেশন শুরু হচ্ছে

সংসদের ১৬তম অধিবেশন আজ বিকেল সাড়ে ৩টায় শুরু হচ্ছে। সাংবিধানিক বাধ্যবাধকতায় বছরের প্রথম অধিবেশন হিসেবে রাষ্ট্রপতি মো: জিল্লুর রহমান আজ সংসদে ভাষণ দেবেন।
বিএনপির নেতৃত্বাধীন বিরোধী দল আজ বৈঠকে যোগ দেবে না বলে বিএনপির নেতারা জানিয়েছেন। অধিবেশনের আগে বেলা আড়াইটায় সংসদের কার্যউপদেষ্টা কমিটির সভায় এ অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে। অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর দীর্ঘ আলোচনার রেওয়াজ রয়েছে।

এ দিকে প্রধান বিরোধী দল বিএনপিসহ চারদলীয় জোটের প থেকে সংসদ অধিবেশনে যোগ দেয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে বিএনপি নেতারা জানিয়েছেন। দলের নীতিনির্ধারণী পর্যায়ে এখনো এ বিষয়ে আলোচনা হয়নি বলে জানা গেছে। বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের সদস্যরা গত বছরের ২০ মার্চ সর্বশেষ সংসদে যোগ দিয়েছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত নতুন তিনটিসহ মোট ১২টি সরকারি বিল জমা পড়েছে সংসদ সচিবালয়ে। নতুন তিনটি বিল হলোÑ পরিসংখ্যান বিল-২০১২, বাংলাদেশ, রেশম উন্নয়ন বোর্ড বিল-২০১২, ইসলামিক ফাউন্ডেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৩। অধিবেশনে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল-২০১০, আদালত অবমাননা বিল-২০১২সহ কয়েকটি  বিল পাস হতে পারে।
       

No comments

Powered by Blogger.