ওবামার মাছি সঙ্কট
সিক্রেট সার্ভিসের কর্মীরা মার্কিন প্রেসিডেন্টকে সদা নিরাপত্তা দিতে সম হলেও কোনোভাবেই তাকে মাছির হামলা থেকে সুরা দিতে পারছেন না।
বারবারই ঘটে চলেছে একই ধরনের ঘটনা ক্ষুদ্র প্রাণীটি ত্যক্তবিরক্ত করে
ছাড়ছে বিশ্বের সবচেয়ে মতাধর মানুষটিকে। বৃহস্পতিবার ওবামা যখন তার
দ্বিতীয় দফার সরকারে নতুন দু’টি গুরুত্বপূর্ণ নাম যোগ করার ঘোষণা
দিচ্ছিলেন, তখন বন বন শব্দে উড়ে এসে চার দিকে গোটা দুই চক্কর মেরে তার
কপালের ওপর বসল একটি মাছি। ওবামা তখন সেটিকে উড়িয়ে দিতে হাত নেড়ে বলে
উঠলেন, এ ব্যাটা তো আমাকে ত্যক্ত করে ছাড়ল। তবে মাছিটি নাছোড়বান্দা। এ
সময় টানা পাঁচ মিনিটের বক্তৃতা দিলেন ওবামা। আর পুরোটা সময়ই মাছিটি তার
আশপাশে উড়ে বেড়াচ্ছিল। মাছি নিয়ে এমন ঘটনা যে এটিই প্রথম ঘটল, তা নয়।
এর আগেও ক্যামেরার সামনে দাঁড়িয়ে বারাক ওবামাকে লড়তে হয়েছে মাছির সাথে।
No comments