যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী সা: উদযাপিত
যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গত শুক্রবার ১২ রবিউল
আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উদযাপিত হয়েছে।
আখেরি নবী বিশ্বমানবতার
মুক্তির দূত হজরত মুহাম্মদ মোস্তফা সা: এই দিন দুনিয়ায় আগমন করেছিলেন
এবং একই মাসের একই দিন তিনি ওফাত লাভ করেছিলেন। দিনটি উৎসাহ-উদ্দীপনা ও
তাঁর জীবনী আলোচনার মধ্য দিয়ে পালন করেছেন দেশবাসী। আলোচনা অনুষ্ঠান,
ইবাদাত বন্দেগি, দোয়া দুরুদ ও ওয়াজ মাহফিলের মাধ্যমে দিনটি পালন করেছেন
ধর্মপ্রাণ মুসলমানেরা। দিনটি উপলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,
বিরোধীদলীয় নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানেরা পৃথক বাণী দিয়েছেন।
ঈদে মিলাদুন্নবী উপলে সংবাদপত্রে বিশেষ নিবন্ধ প্রকাশিত হয়েছে বিটিভি ও
বাংলাদেশ বেতারসহ ইলেকট্রনিক মিডিয়া বিভিন্ন অনুষ্ঠানমালা প্রচার করেছে। প্রায়
দেড় হাজার বছর আগে ৫৭০ খ্রিষ্টাব্দে ১২ রবিউল আউয়াল সুবহে সাদিকের সময়
মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমেনার গর্ভে জন্মগ্রহণ করেন
বিশ্বশান্তির দূত হজরত মুহাম্মদ সা:। তিনিই সর্বপ্রথম মদিনা সনদ নামে
শান্তিময় রাষ্ট্রের লিখিত সংবিধান প্রণয়ন করেন, যা আজও বিশ্বের প্রথম
সংবিধান হিসেবে স্বীকৃত। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনাসভা
অনুষ্ঠিত হয়েছে। প্রধান বিরোধী দল বিএনপি দলীয় কার্যালয়ের সামনে মিলাদ ও
দোয়া মাহফিলের আয়োজন করেছে। জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে
তোপখানাস্থ জাতীয় পার্টির কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ
ছাড়া আওয়ামী ওলামা লীগসহ বিভিন্ন সংগঠন আলোচনা ও দোয়া মাহফিলের মাধ্যমে
পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করেছে। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে
জশনে জুলুস র্যালি বিভিন্ন সড়ক প্রদণি করে।
No comments