সৃষ্টিতে বিস্ময়! by শফিকুল ইসলাম
আল্লাহর সৃষ্টিতে বিস্ময়! প্রায় কোথাও না কোথাও বিভিন্ন বিস্ময়ের খবর
শোনা যায়। প্রকৃতিতে কত না বিস্ময় জমা রয়েছেÑ তার ইয়ত্তা নেই।
কখনো
মোরগের কণ্ঠে শোনা যায় ‘আল্লাহ’ ধ্বনি, কখনো গরুর গোশতে ‘আল্লাহ’ শব্দ
লেখা। কিন্তু এবার এক ব্যতিক্রম দৃশ্য চোখে পড়েছে। এক ব্যক্তির বাসার
ছাদের মাটিতে চাষ করা পেস্তা আলুতে দেখা গেছে মানুষের হাতের কব্জি ও
আঙুলসংবলিত একটি বস্তু। অনেকেই বিষয়টি কৌতূহলের সাথে দেখছেন।মুরাদনগর
কল্যাণ সমিতি ঢাকা-এর সদস্যসচিব এবং ইনস্টিটিউট অব ডিপ্লোমা
ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সাবেক সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ইঞ্জিনিয়ার
মো: এনামুল হক খান। বর্তমানে রাজধানী ঢাকার মতিঝিলে সরকারি বাসভবনে থাকেন।
প্রায় আট-নয় বছর ধরে বাসার ছাদে এনামুল-রাজিয়া দম্পতি বিভিন্ন ফল ও
ফুলেরগাছ দিয়ে গড়ে তুলেছেন শখের বাগান। এই দম্পতির তিন মেয়ে ও এক ছেলে।
এদের সবাই আগ্রহ ভরে বাসার ছাদে বাগানের পরিচর্যা করেন। এক সময় নাইট
কুইনের গাছও ছিল এই বাগানে। গতকাল এনামুল হক জানান, কিছু দিন আগে
তার স্ত্রী রাজিয়া সুলতানা বাসার ছাদে পেস্তা আলু লাগিয়েছিলেন। গতকাল
সকালে সেই আলু ওঠাতে যান তিনি। সেখানেই অপেক্ষা করছিল রীতিমতো বিস্ময়। আলু
কোথায়! এ যে দেখতে হুবহু মানুষের হাত। এমনকি রয়েছে পাঁচ আঙুল। আলু
খুঁড়ে তিনি দেখেন মানুষের হাতের কব্জি। গতকাল সকালে পরিবারের
সদস্যরা সর্বপ্রথম বিষয়টি প্রত্যক্ষ করেন। খবরটি ছড়িয়ে পড়লে
প্রতিবেশীদের অনেকে এনামুলের বাড়ির ছাদে ভিড় জমান।
No comments