ইমরান খানের মন্তব্য-পাকিস্তানকে 'টিস্যু পেপারের' মতো ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র পাকিস্তানকে 'টিস্যু পেপার' হিসেবে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান। সুইজারল্যান্ডের দাভোসে চলমান বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের ফাঁকে তিনি এ কথা বলেন।
উপমহাদেশে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ওই মন্তব্য করেন।
সাবেক ক্রিকেটার ইমরান খান বলেন, 'সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের উল্টো প্রভাব পড়ছে। যেভাবে এ লড়াই চালানো হচ্ছে, তাতে কাঙ্ক্ষিত ফল আসছে না। এতে পাকিস্তানে যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব দিন দিন বাড়ছে। এসব থেকেই পাকিস্তানের জনগণ মনে করছে, এত দিন ইসলামাবাদকে টিস্যু পেপার হিসেবে ব্যবহার করেছে ওয়াশিংটন। আর যুক্তরাষ্ট্রের জনগণ মনে করছে, পাকিস্তানি সেনাবাহিনী দ্বৈত ভূমিকা পালন করছে। অর্থাৎ অনাস্থার ওপর ভিত্তি করে দুই দেশের মধ্যকার সম্পর্ক গড়ে উঠেছে। সম্পর্কের এমন আস্থার ঘাটতি নিয়ে কিভাবে তারা সন্ত্রাস নির্মূলের অভিন্ন লক্ষ্যে লড়াই চালিয়ে যাবে?'
ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক নিয়ে ইমরান খান বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের নিয়ন্ত্রণ রেখায় অস্ত্র বিরতি চুক্তি ভঙ্গ ঠিক হয়নি। এটা দুই দেশের মধ্যকার শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। তিনি এ ঘটনাকে 'দুর্ভাগ্যজনক' বলে অভিহিত করেন। তিনি বলেন 'আমার মতে, ভারত ও পাকিস্তানের উচিত নিজেদের সমস্যার নিজস্ব সমাধান খুঁজে বের করা। খুব বেশি হলে যুক্তরাষ্ট্র তাদের সাহায্য করতে পারে। এর বেশি কিছু নয়।'
গণমাধ্যমগুলোকে দায়িত্বপূর্ণ ভূমিকা পালনের আহবান জানিয়ে ইমরান খান বলেন, 'দুই দেশের মধ্যকার বিদ্বেষী সম্পর্ক ভারত-পাকিস্তানের জনগণের কাছে কাম্য নয়। বিরাজমান বিদ্বেষ কেবল সংলাপের মাধ্যমেই দূর করা সম্ভব।' সূত্র : পিটিআই।
সাবেক ক্রিকেটার ইমরান খান বলেন, 'সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের উল্টো প্রভাব পড়ছে। যেভাবে এ লড়াই চালানো হচ্ছে, তাতে কাঙ্ক্ষিত ফল আসছে না। এতে পাকিস্তানে যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব দিন দিন বাড়ছে। এসব থেকেই পাকিস্তানের জনগণ মনে করছে, এত দিন ইসলামাবাদকে টিস্যু পেপার হিসেবে ব্যবহার করেছে ওয়াশিংটন। আর যুক্তরাষ্ট্রের জনগণ মনে করছে, পাকিস্তানি সেনাবাহিনী দ্বৈত ভূমিকা পালন করছে। অর্থাৎ অনাস্থার ওপর ভিত্তি করে দুই দেশের মধ্যকার সম্পর্ক গড়ে উঠেছে। সম্পর্কের এমন আস্থার ঘাটতি নিয়ে কিভাবে তারা সন্ত্রাস নির্মূলের অভিন্ন লক্ষ্যে লড়াই চালিয়ে যাবে?'
ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক নিয়ে ইমরান খান বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের নিয়ন্ত্রণ রেখায় অস্ত্র বিরতি চুক্তি ভঙ্গ ঠিক হয়নি। এটা দুই দেশের মধ্যকার শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। তিনি এ ঘটনাকে 'দুর্ভাগ্যজনক' বলে অভিহিত করেন। তিনি বলেন 'আমার মতে, ভারত ও পাকিস্তানের উচিত নিজেদের সমস্যার নিজস্ব সমাধান খুঁজে বের করা। খুব বেশি হলে যুক্তরাষ্ট্র তাদের সাহায্য করতে পারে। এর বেশি কিছু নয়।'
গণমাধ্যমগুলোকে দায়িত্বপূর্ণ ভূমিকা পালনের আহবান জানিয়ে ইমরান খান বলেন, 'দুই দেশের মধ্যকার বিদ্বেষী সম্পর্ক ভারত-পাকিস্তানের জনগণের কাছে কাম্য নয়। বিরাজমান বিদ্বেষ কেবল সংলাপের মাধ্যমেই দূর করা সম্ভব।' সূত্র : পিটিআই।
No comments