ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে আলোচনা সভা ও জশনে জুলুস
পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে গত শুক্রবার ইঞ্জিনিয়ার্স
ইনস্টিটিউশন, রমনা, ঢাকা মিলনায়তনে আন্জুমানে রহমানিয়া মইনিয়া
মাইজভাণ্ডারীয়ার ব্যবস্থাপনায় মাইজভাণ্ডার দরবার শরিফের ইমাম মাওলানা
সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল হোসাইনী মাইজভাণ্ডারীর সভাপতিত্বে ও
নেতৃত্বে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য জশনে জুলুস অনষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সম্মানিত মেহমান হিসেবে
উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো: শাহজাহান মিয়া,
বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এমপিসহ দেশের প্রখ্যাত ইসলামি
চিন্তাবিদ, ব্যবসায়ী, রাজনীতিবিদ, আন্জুমানের সব স্তরের সদস্য ও
আশেকানবৃন্দ। সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল হোসাইনী মাইজভাণ্ডারী
বলেন, মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদের জন্য
নেয়মতে আকবরস্বরূপ তার প্রিয় হাবিবে কিবরিয়া, নূরে মুজাচ্ছাম, শাফীউল
মুজনেবীন, রাহমাতাল্লিল আলামিন, সাইয়্যেদুল আম্বিয়া হুজুরপুরনূর আহমদে
মুজতবা মোহাম্মদ মোস্তফা সা:-কে পৃথিবীতে পাঠিয়ে সৃষ্টি জগৎকে ধন্য
করেছেন। প্রধান অতিথি ও বিশেষ মেহমানরা আলোচনায় অংশ নিয়ে বলেন, পবিত্র
ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে বিশাল সমবেশ ও বর্ণাঢ্য জশনে জুলুসের আয়োজন
রাসূলে পাকের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। এ দিবসের একটি স্বাতন্ত্র্য
বৈশিষ্ট্য ও মাহাত্ম রয়েছে এবং রবিউল আউয়াল মাসের এই দিনটি বহু সম্মানিত ও
তাৎপর্যপূর্ণ। আলোচনায় আরো বক্তব্য রাখেনÑ অধ্যাপক ড. এম এম নিয়াজী,
মুফতি মাওলানা নুরুল ইসলাম জামালপুরী, মাওলানা রুহুল আমিন ভূইয়া প্রমুখ।
আলোচনা শেষে সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর নেতৃত্বে জশনে জুলুস
(আনন্দ শোভাযাত্রা) রাজধানীর প্রেস কাবে, পল্টন, কাকরাইল, মৎস্য বভন হয়ে
প্রধান সড়ক প্রদণি শেষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলানায়তনে এসে বিশ্ব
উম্মাহর ঐক্য, সংহতি, শান্তি, মানবতার কল্যাণ এবং দেশের অগ্রগতি কামনা করে
বিশেষ মুনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আশেকানে মাইজভাণ্ডারী অ্যাসোসিয়েশনের জশনে জুলুস
আশেকানে মাইজভাণ্ডারী অ্যাসোসিয়েশন রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে ময়দানে
মাইজভাণ্ডার দরবার শরীফের ভক্ত-আশেকান ও ধর্মপ্রাণ মুসলমানদের মহাসম্মেলন,
মিলাদুন্নবী, জশনে জুলুস (আনন্দ মিছিল) এবং আখেরী মুনাজাতের আয়োজন করা
হয়। রাজধানীতে অনুষ্ঠিত দেশের সবচেয়ে বড় জশনে জুলুসে অংশ নিতে
মাইজভাণ্ডারী আশেকান ও ধর্মপ্রাণ মুসলমানরা দেশের বিভিন্ন এলাকা থেকে বাস,
ট্রাক, লঞ্চ ও ট্রেন রিজার্ভ করে গত ২৪ জানুয়ারি রাতেই ঢাকায় পৌঁছতে শুরু
করেন। ২৫ জানুয়ারি, পূর্ব দিগন্তে সূর্য ওঠার আগেই রাজধানীর শাহজাহানপুর,
রাজারবাগ, মতিঝিল, খিলগাঁও-বাগিচা, প্রভাতীবাগ, শান্তিপুর, তিলপাপাড়া ও
খিলগাঁও-বিশ্বরোড পর্যন্ত বিস্তৃত এলাকা ধর্মপ্রাণ মুসলমানদের আগমনে সরব
হয়ে ওঠে। মহাসম্মেলন ও মিলাদুন্নবী সা: অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
মাইজভাণ্ডার দরবার শরীফের পীর শাহজাদায়ে গাউছুল আজম শাহসুফী হজরত মাওলনা
সৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল-মাইজভাণ্ডারী এবং বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, বাংলাদেশ আওয়ামী লীগের
উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি, জাতীয় সংসদ সদস্য রাশেদ খান
মেনন, খান টিপু সুলতান এমপি, বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার ড. আব্দুল
মঈন খান ও দেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদেরা।
No comments