ভেনিজুয়েলায় কারাদাঙ্গায় নিহত ৫৪
ভেনিজুয়েলার পশ্চিমাঞ্চলের এক কারাগারের দাঙ্গায় কমপক্ষে ৫০ জন মারা
গেছে। হাসপাতাল সূত্র এ খবর জানায়।হাসপাতালের পরিচালক রুই মেদিনা বলেন,
দাঙ্গায় ৫৪ জন নিহত ও অন্তত ৯০ জন আহত হয়েছে।
আহতদের বেশির ভাগই গুলিবিদ্ধ হয়েছে। নিহতদের মধ্যে কারাবন্দী, কারারী ও কারাগারের কর্মীরা রয়েছে।
ভেনিজুয়েলার কারামন্ত্রী ইরিস ভারেলা বলেন, বারকুইসিমেতোর উরিবানা কারাগারে অস্ত্র তল্লাশির জন্য সেনা পাঠানো হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে খবর প্রচারিত হওয়ার পরই দাঙ্গা শুরু হয়ে যায়। ‘অ্যা উইন্ডো টু ফ্রিডম’ নামক এনজিওর সমন্বয়ক কার্লোস নিয়েতো পালমা জানান, নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে। ভেনিজুয়েলায় কারাবন্দীদের অধিকার নিয়ে এ এনজিওটি কাজ করছে । তিনি আরো জানান, তার সংস্থার তালিকায় উরিবানা কারগারটি সে দেশের সবচেয়ে বিপজ্জনক কারাগার বলে উল্লেখ করা হয়েছে। ওই কারাগারে এর আগেও বিভিন্ন দাঙ্গার ঘটনা ঘটেছে। ভেনিজুয়েলার কারাগারগুলোতে অস্ত্র ও মাদকের ছড়াছড়ি রয়েছে বলে অভিযোগ আছে। একজন সংবাদদাতা জানান, কয়েদিরা অস্ত্র তল্লাশির খবর আগেভাগে শোনার পর জেল খানাটিতে ন্যাশনাল গার্ডের সদস্যদের আগমনের অপেক্ষা করছিল। জেলখানার অভ্যন্তরের আপরাধী চক্রগুলোকে নিরস্ত্র করার লক্ষ্যে এ তল্লাশির পরিকল্পনা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভেনিজুয়েলা সরকার অবশ্য হতাহতের সঠিক সংখ্যার বিষয়টি নিশ্চিত করেনি। তবে তারা বলেছে যে, এ ঘটনা তদন্ত করে দেখা হবে।
ভেনিজুয়েলার কারামন্ত্রী ইরিস ভারেলা বলেন, বারকুইসিমেতোর উরিবানা কারাগারে অস্ত্র তল্লাশির জন্য সেনা পাঠানো হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে খবর প্রচারিত হওয়ার পরই দাঙ্গা শুরু হয়ে যায়। ‘অ্যা উইন্ডো টু ফ্রিডম’ নামক এনজিওর সমন্বয়ক কার্লোস নিয়েতো পালমা জানান, নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে। ভেনিজুয়েলায় কারাবন্দীদের অধিকার নিয়ে এ এনজিওটি কাজ করছে । তিনি আরো জানান, তার সংস্থার তালিকায় উরিবানা কারগারটি সে দেশের সবচেয়ে বিপজ্জনক কারাগার বলে উল্লেখ করা হয়েছে। ওই কারাগারে এর আগেও বিভিন্ন দাঙ্গার ঘটনা ঘটেছে। ভেনিজুয়েলার কারাগারগুলোতে অস্ত্র ও মাদকের ছড়াছড়ি রয়েছে বলে অভিযোগ আছে। একজন সংবাদদাতা জানান, কয়েদিরা অস্ত্র তল্লাশির খবর আগেভাগে শোনার পর জেল খানাটিতে ন্যাশনাল গার্ডের সদস্যদের আগমনের অপেক্ষা করছিল। জেলখানার অভ্যন্তরের আপরাধী চক্রগুলোকে নিরস্ত্র করার লক্ষ্যে এ তল্লাশির পরিকল্পনা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভেনিজুয়েলা সরকার অবশ্য হতাহতের সঠিক সংখ্যার বিষয়টি নিশ্চিত করেনি। তবে তারা বলেছে যে, এ ঘটনা তদন্ত করে দেখা হবে।
No comments