শত পুরুষের সঙ্গে প্রিয়াংকা
নির্মাণাধীন ‘গঞ্জির’ ছবির সূচনা সঙ্গীতে
শত পুরুষের মধ্যে তাকে দেখা যাবে। বর্তমানে এ ছবিটি নিয়েই প্রিয়াংকা
ব্যস্ত সময় পার করছেন। ছবিটি পরিচালনা করছেন রামচরণ।
১০০
জন পুরুষের সঙ্গে নৃত্যপরিবেশন করবেন বলিউড হটগার্ল প্রিয়াংকা চোপড়া।
আইএএনএস তথ্যমতে, ২৭ জানুয়ারি ছবির এ সূচনা সঙ্গীতের দৃশ্যধারণ শুরু হবে।
প্রিয়াংকার
সঙ্গে যারা নাচবেন, তারা প্রত্যেকেই দক্ষ নৃত্যশিল্পী। চমকপ্রদ এ নাচের
পরিকল্পনায় রয়েছেন গণেশ আচার্য। গানের মিউজিক কম্পোজিশন করছেন ‘মিট
ব্রাদার্স’। ছবি লিডিং দেবেন রামচোপড়া তেজা। প্রিয়াংকা অভিনীত সর্বশেষ
মুক্তিপ্রাপ্ত ছবি ‘বরফি’। ছবিটি বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। এ
ছবিতে প্রিয়াংকা ‘ঝিলমিল’ নামের চরিত্রে রূপদান করেছেন। ছবিতে তাকে একজন
‘অটিস্টিক’ তরুণীর ভূমিকায় দেখা গেছে। এ প্রসঙ্গে প্রিয়াংকা জানান,
‘বরফি’ তার ক্যারিয়ারের শ্রেষ্ঠ চলচ্চিত্র। তিনি ‘ঝিলমিলে’র মতো একটি
গ্লামারহীন চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে পেরে বেশ আনন্দিত।’ ৩০ বছর
বয়সী এ অভিনেত্রী, ২০১৩ সালের ৫টি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এরমধ্যে
রয়েছে, ‘দিওয়ানা ম্যায় দিওয়ানা’, ‘কৃশ-৩’, ‘জানজির’ ইত্যাদি।
No comments