নিষেধাজ্ঞায় অংশ নিলে দণি কোরিয়ায় হামলা চালাবো -উ: কোরিয়া
উত্তর কোরিয়ার ওপর জাতিসঙ্ঘ নিষেধাজ্ঞা আরোপের পর থেকে দেশটি কয়েক দিন
ধরে যুক্তরাষ্ট্র ও দণি কোরিয়াকে উদ্দেশ করে একের পর এক হুমকি দিয়ে
যাচ্ছে।
পিয়ংইয়ং
প্রতিবেশী দণি কোরিয়াকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে, জাতিসঙ্ঘ
নিষেধাজ্ঞায় অংশ নিলে তারা তাদের ওপর সরাসরি হামলা চালাবে। এর আগে উত্তর
কোরিয়া পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর হুমকি দেয়। দেশটি বলেছে,
তারা জনগণের দাবি মানতেই পরমাণু অস্ত্র পরী চালানোর উদ্যোগ নিয়েছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র রোডং সিনমুন প্রকাশিত এক বিবৃতিতে উত্তর
কোরিয়া সরকার এ কথা জানায়। বিবিসি ও রয়টার্স। বিবৃতিতে বলা হয়,
পারমাণবিক কার্যক্রম পরিচালনা এবং অস্ত্রের পরীক্ষা চালানো হচ্ছে জনগণের
দাবির পরিপ্রেক্ষিতে। তাদের দাবির বাইরে যাওয়ার কোনো সুযোগ সরকারের নেই।
বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, জনগণ চাইলে তারা পারমাণবিক অস্ত্র পরীার চেয়েও বেশি কিছু করতে দ্বিধা করবে না। আমেরিকাকে উদ্দেশ করে বিবৃতিতে বলা হয়, আমেরিকান যুদ্ধাংদেহী নীতি ও মনোভাবে কোরিয়া উপদ্বীপে অশান্তি বৃদ্ধি পাচ্ছে।
বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, জনগণ চাইলে তারা পারমাণবিক অস্ত্র পরীার চেয়েও বেশি কিছু করতে দ্বিধা করবে না। আমেরিকাকে উদ্দেশ করে বিবৃতিতে বলা হয়, আমেরিকান যুদ্ধাংদেহী নীতি ও মনোভাবে কোরিয়া উপদ্বীপে অশান্তি বৃদ্ধি পাচ্ছে।
No comments