বাণিজ্যমেলায় প্যাভিলিয়ন ভেঙে বিক্রয়কর্মী নিহত, আহত ২

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় পারটেক্স গ্রুপের  দোতলা প্যাভিলিয়ন ভেঙে রনি দাস (২০) নামে এক বিক্রয়কর্মী মারা গেছেন।
এই ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেলার নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই রাজ্জাক জানান, প্রতিদিনের মতো গতকাল শনিবার সকালে বাণিজ্যমেলার পারটেক্স গ্রুপের দোতলাবিশিষ্ট প্যাভিলিয়নে কাজে যোগ দেন রনি। বেলা ২টার দিকে হঠাৎ করে প্যাভিলিয়নের একটি অংশ ভেঙে পড়ে। বিক্রিয়কর্মী ও ক্রেতাসহ বেশ কয়েকজন নিচে আটকা পড়েন। খবর পেয়ে মেলার আয়োজক কমিটির লোকজন, পুলিশ ও বাণিজ্যমেলায় দায়িত্ব পালনরত ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। গুরুতর আহত অবস্থায় পাশের সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা রনিকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, রনি একটি কলেজের ছাত্র। মেলা উপলক্ষে ওই প্যাভিলিয়নে খণ্ডকালীন চাকরি করতেন। তার বাবার নাম রামদাস।  গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার চৌরঙ্গী।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্যাভিলিয়নগুলো এক মাসের জন্য তৈরি করা হয়, যার কারণে অবকাঠামোগত ত্রুটি থেকে যায়। উপরন্তু দ্বিতীয় তলায় প্রচুর মালপত্র রাখা ছিল। ভারসাম্য ঠিক না থাকায় প্যাভিলিয়নটি ভেঙে পড়ে বলে তারা জানান।



No comments

Powered by Blogger.