জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখিমেলা

পাখপাখালি দেশের রতœ আসুন করি সবাই যতœÑ এ প্রতিপাদ্য নিয়ে গত শুক্রবার অনুষ্ঠিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১২তম পাখিমেলা।
বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগ ও ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারের যৌথ ব্যবস্থাপনায় দিনব্যাপী এ আয়োজনে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে সকাল সাড়ে ৯টায় পাখিমেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে পাখি পর্যবেণ করেন তিনি। দিনব্যাপী অনুষ্ঠিত পাখিমেলায় ছোটদের পাখিবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ, বই-পোস্টার প্রদর্শনী, সংরতি বিভিন্ন জাতের পাখি, পাখি দেখা, পাখি চেনার প্রতিযোগিতা, পাখিবিষয়ক বিতর্ক ও আলোচনা অনুষ্ঠিত হয়। পরে ভিসি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক সাজেদা বেগম উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মেলার আহ্বায়ক ছিলেন অধ্যাপক মোস্তফা ফিরোজ। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন, প্রোভিসি অধ্যাপক মো: ফরহাদ হোসেন, বন বিভাগের কর্মকর্তা  তপনকুমার দে, পাখিবিশারদ ইনাম আল হক, ইশতিয়াক সোবহান ও ড. রোল্যান্ড হালদার। জাবিসাসের ওয়েব পোর্টাল উদ্বোধন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ওয়েবপোর্টাল উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জাবিসাস কার্যালয়ে সকাল ১০টায় মন্ত্রী ওয়েবপোর্টাল চালু করেন। এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন, বেসরকারি টেলিভিশন এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু।
       

No comments

Powered by Blogger.