ফের একসাথে শাহরুখ-ক্যাটরিনা
‘জাব তাক হ্যায় জান’ সিনেমার `ইশক্ সাভা`
গানটির কথা মনে হলেই যাদের ছবি চোখের সামনে ভেসে ওঠে, সেই জুটিই আবার
একসাথে নাচবেন দর্শকদের সামনে।
হ্যাঁ, এবার ভালোবাসা দিবসে
বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফ একসাথে পারফর্ম করবেন
ওমানের রাজধানি মাসকটে এক লাইভ স্টেজ শো-তে।
এ জুটি ছাড়াও ঐ অনুষ্ঠানে অভিনেত্রী প্রীতি জিনতা, আলী জাফরও অংশ নিবে বলে জানা গেছে।
অনুষ্ঠানের অর্গানাইজাররা জানিয়েছেন, শাহরুখ ও ক্যাটরিনা দুজনই ১৪ ও ১৫ ফেব্রুয়ারি দুই দিনই শিডিউল দিয়েছেন।
কারণবশত যদি ১৪ ফেব্রুয়ারি তারিখটি মিস করেন, তবে তারা ১৫ তারিখে সময় দিবেন।
প্রসঙ্গত, এ দুই তারকা এবারই প্রথম দেশের বাইরে কোন অনুষ্ঠানে একসাথে পারফর্ম করবেন।
অনুষ্ঠানের অর্গানাইজাররা জানিয়েছেন, শাহরুখ ও ক্যাটরিনা দুজনই ১৪ ও ১৫ ফেব্রুয়ারি দুই দিনই শিডিউল দিয়েছেন।
কারণবশত যদি ১৪ ফেব্রুয়ারি তারিখটি মিস করেন, তবে তারা ১৫ তারিখে সময় দিবেন।
প্রসঙ্গত, এ দুই তারকা এবারই প্রথম দেশের বাইরে কোন অনুষ্ঠানে একসাথে পারফর্ম করবেন।
No comments