প্রবাসের খবরঃ গ্লোবাল ট্রেড চেম্বারের উপদেষ্টা হলেন বাংলাদেশী-আমেরিকান আতিকুর রহমান by এনা

ফোরিডার বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান গ্লোবাল ট্রেড চেম্বারের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন।
২৫ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হয়। আতিকুর রহমান ফোরিডার বাংলাদেশ-আমেরিকা চেম্বার অব কমার্সের সভাপতি হিসেবে গ্লোবাল ট্রেড চেম্বারের সাথে দীর্ঘ দিন থেকেই জড়িত। উপদেষ্টা পরিষদের সদস্য হওয়ার পর তার অনুভূতি প্রকাশকালে বার্তা সংস্থা এনাকে বলেন, সারা বিশ্বের ব্যবসায়িক নেতৃবৃন্দ এ সংস্থার সাথে কাজ করছেন। এ সুযোগে আমি সর্বাত্মক চেষ্টা করব বাংলাদেশের পণ্য আরো বেশি করে আমেরিকায় বাজারজাত করতে। একই সাথে ল্যাটিন আমেরিকার বিশাল মার্কেটে বাংলাদেশের তৈরী পোশাকসহ অন্যান্য পণ্য রফতানির প্রতিবন্ধকতাগুলো দূর করতেও সাধ্য অনুযায়ী চেষ্টা করব। তিনি বলেন, আসছে মে মাসের ২১ থেকে ২৪ তারিখ পর্যন্ত ব্রাজিলের সাও পোলা সিটিতে আন্তর্জাতিক ব্যবসায় বাণিজ্য উন্নয়ন শীর্ষক এক প্রদর্শনী হবে। সেখানে আমি বাংলাদেশের পণ্যের স্টল দেবো। ব্রাজিলে বাংলাদেশের তৈরী পোশাকের বাজার সৃষ্টি করা নিয়ে ইতোমধ্যেই আমি কয়েকজন আমদানিকারকের সাথে কথা বলেছি। ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তারা বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা পছন্দ করেন না। সরকার স্থিতিশীল হলে ব্রাজিলের ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে উৎসাহী হবেন বলে জানতে পেরেছি।

হাড়কাঁপানো শীতে নিউ ইয়র্কে মানববন্ধন যুদ্ধাপরাধীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ সমমনা দলগুলো রাজপথ এবং আন্তর্জাতিক মহলে সোচ্চার থাকার সঙ্কল্প ব্যক্ত করল গত ২৪ জানুয়ারি রাতে (বাংলাদেশ সময় শুক্রবার সকাল) নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত মানববন্ধন থেকে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ডাকে এ মানববন্ধন হয় স্মরণকালের ভয়ঙ্কর শীত উপো করে। এ সময় বাচ্চু রাজাকারের বিরুদ্ধে প্রদত্ত মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানানো হয় এবং তাকে যত দ্রত সম্ভব বিদেশ থেকে ধরে নিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আহ্বান জানানো হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনে এ মানববন্ধনে সংপ্তি বক্তব্য রাখেন সভাপতি ড. সিদ্দিকুর রহমান। তিনি প্রবাসে আওয়ামী পরিবারকে সুদৃঢ় ঐক্য রচনার আহ্বান জানিয়ে বলেন, মানবতাবিরোধী অপরাধীদের বিচার শেষ করার মাধ্যমেই একাত্তরের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নেয়া সম্ভব হবে। অপশাসনের বিরুদ্ধে প্রবাসীদের ঐক্যের আহ্বান বাংলাদেশে আবার যাতে একদলীয় স্বৈরশাসনের ভূত অথবা এক-এগারোর মতো অবৈধ সরকার চেপে বসতে না পারে সে জন্য দেশপ্রেমিক প্রবাসীদের ঐক্য কামনা করেছে তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটি। গত ২৫ জানুয়ারি প্রদত্ত এক বিবৃতিতে এ সংগঠনের চেয়ারম্যান আকতার হোসেন বাদল ও মহাসচিব জসীমউদ্দিন ভিপি বলেন, ‘মহাজোট সরকারের নেতাকর্মীদের লাগামহীন দুর্নীতির কারণে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ। দুর্নীতি এবং অপশাসনের এই মহোৎসব অব্যাহত রাখতে সরকার চাচ্ছে দেশ থেকে বিরোধী দল নিশ্চিহ্ন করতে।’ বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘সরকারের আচরণে মনে হচ্ছে বাংলাদেশ থেকে জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে পারলেই তাদের স্বৈরশাসন নিরবচ্ছিন্নভাবে চালানো সম্ভব হবে। এ অবস্থায় প্রবাসে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ হয়ে এক-এগারো-পরবর্তী আন্দোলনের মতো দুর্বার জাগরণ সৃষ্টি করতে হবে।’ এ দিকে আজ রোববার তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটির সমাবেশ আহ্বান করা হয়েছে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে। সেখান থেকেও বিএনপির বিবদমান গ্র“পগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হবে বলে জানা গেছে। আজ রোববার নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে আরেকটি সমাবেশ আহ্বান করা হয়েছে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে। সেখানেও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ অংশ নেবেন বলে জানা গেছে।
       

No comments

Powered by Blogger.