গল্পের ফেরিওয়ালা
ছোট কিন্তু সুন্দর। এক নিঃশ্বাসে পড়ে ফেলা যায়, কিন্তু মনে তার রেশ থাকে লম্বা সময়। এই না হলে অণুগল্প? বরাবরের মতোই ভরসা রেখেছিলাম আমাদের পাঠকদের ওপর। আর পাঠকেরাও আমাদের আস্থার মূল্য দিয়েছেন ষোলআনা। শব্দের সীমাবদ্ধতাকে জয় করে তাঁরা লিখেছেন দুর্দান্ত কিছু খুদে গল্প।
সরল ভাষা, বিষয় বৈচিত্র্য আর ঘটনার মোচড়—সব কিছুর মিলেমিশে এককথায় দারুণ!
পাঠকদের লেখা বিচিত্র স্বাদের গল্পগুলো সব বয়সী পাঠককে জন্য উপাদেয় হবে, এই আশা করি। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা।
সেরা তিন গল্পের লেখকদের জন্য থাকছে পুরস্কার
১ম সেরা
তিন হাজার টাকার প্রাইজবন্ড
২য় সেরা
দুই হাজার টাকার প্রাইজবন্ড
৩য় সেরা
এক হাজার টাকার প্রাইজবন্ড
বি. দ্র.: সেরা গল্পের লেখকদের ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার। তিন মাসের মধ্যে পুরস্কার না পৌঁছালে যোগাযোগ করুন প্রথম আলোর প্রধান কার্যালয়ের প্রশাসনিক বিভাগে। প্রকাশের পর কোনো গল্প নকল প্রমাণিত হলে পুরস্কার বাতিল বলে বিবেচিত হবে। এ ব্যাপারে প্রথম আলোর সিদ্ধান্তই চূড়ান্ত।
পাঠকদের লেখা বিচিত্র স্বাদের গল্পগুলো সব বয়সী পাঠককে জন্য উপাদেয় হবে, এই আশা করি। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা।
সেরা তিন গল্পের লেখকদের জন্য থাকছে পুরস্কার
১ম সেরা
তিন হাজার টাকার প্রাইজবন্ড
২য় সেরা
দুই হাজার টাকার প্রাইজবন্ড
৩য় সেরা
এক হাজার টাকার প্রাইজবন্ড
বি. দ্র.: সেরা গল্পের লেখকদের ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার। তিন মাসের মধ্যে পুরস্কার না পৌঁছালে যোগাযোগ করুন প্রথম আলোর প্রধান কার্যালয়ের প্রশাসনিক বিভাগে। প্রকাশের পর কোনো গল্প নকল প্রমাণিত হলে পুরস্কার বাতিল বলে বিবেচিত হবে। এ ব্যাপারে প্রথম আলোর সিদ্ধান্তই চূড়ান্ত।
No comments