দুই মহিলা দেশকে পেছনে ঠেলে দিয়েছেন: এরশাদ

‘দুই মহিলা দেশকে পেছনে ঠেলে দিয়েছেন। নির্বাচন হয় শুধু ক্ষমতায় যাওয়ার জন্য। গণতন্ত্র এখন সোনার হরিণ। দুই দল চলে গেলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তা ছাড়া আগামী নির্বাচন হবে কি হবে না, তা-ও অনিশ্চিত।’গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় রংপুর থেকে প্রকাশিত একটি পত্রিকার প্রকাশনা ও উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহমঞ্চদ এরশাদ এসব কথা বলেন।


পত্রিকাটির সম্পাদক সাংসদ আনিছুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান, জেলা জাতীয় পার্টির সদস্যসচিব মোস্তাফিজার রহমান, সাবেক পৌর মেয়র এ কে এম আবদুর রউফ, ফখরুল ইসলাম ও সাংবাদিক রশিদ বাবু।
অনুষ্ঠানে এরশাদ আশঙ্কা প্রকাশ করে বলেন, ঈদের পর হরতাল, জ্বালাও-পোড়াও-সংঘাতের রাজনীতি শুরু হতে পারে। দেশের মানুষ হিংসা-হানাহানি দেখতে চায় না। তারা চায় শান্তি। তাই মানুষ এখন তৃতীয় শক্তি খুঁজছে।
পত্রিকার প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে এরশাদ বলেন, ‘বর্তমানে যাঁরা পত্রিকা প্রকাশ করছেন, তাঁরা হাজার হাজার কোটি টাকার মালিক। নিজের ব্যবসা রক্ষায় তাঁরা পত্রিকা বের করছেন। আমাদের এত টাকা নেই। তাই আমাদের কোনো পত্রিকাও নেই।’

No comments

Powered by Blogger.