তাজমহল এখন আরও কাছে

ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে সরাসরি তাজমহল অভিমুখী ১৬৫ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক খুলে দেওয়া হয়েছে। এটি দিল্লিকে আগ্রার সঙ্গে যুক্ত করেছে। কর্মকর্তারা জানান, উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব গত বৃহস্পতিবার লক্ষেৗ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যমুনা এক্সপ্রেস নামের ওই সড়ক উদ্বোধন করেন।


সড়কটি খুলে দেওয়ার ফলে দিল্লি থেকে আগ্রায় ভ্রমণের সময় এখন অর্ধেকে নেমে আসবে। এত দিন দিল্লি থেকে আগ্রা পৌঁছাতে সময় লাগত পাঁচ ঘণ্টা। এ ছাড়া নদীয়া থেকে আগ্রায় যাওয়ার সময় কমবে প্রায় তিন-চার ঘণ্টা। সড়কটি হওয়ায় আগ্রায় পর্যটকের সমাগমও বাড়বে বলে আশা করা হচ্ছে।
কর্মকর্তারা আরও জানান, এ পথে দিল্লি-আগ্রা যাওয়া-আসায় খরচ পড়বে ৭২০ টাকার (৫১০ রুপি) মতো। ছয় লেনবিশিষ্ট এ সড়কে ছয়টি আন্তসংযোগ স্থল, ৭০টি ভূগর্ভস্থ পথ এবং ২০০-এর বেশি ছোট সেতু ও কালভার্ট রয়েছে।
উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতীর সময় এ প্রকল্প শুরু হয়। গত মে মাসে রাজ্য বিধানসভার নির্বাচনে হেরে মায়াবতী ক্ষমতা থেকে বিদায় নেন। বিবিসি ও এনডিটিভি।

No comments

Powered by Blogger.