শেখ জালালের বাইপাস সার্জারি লাগবে, সাহায্য করুন

 প্রিয় দেশবাসী, দিনমজুর শেখ জালাল উদ্দিনের (৬০) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। হৃদরোগে ভুগছেন তিনি। জরম্নরীভিত্তিতে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
তাঁর সার্বিক চিকিৎসাবাবদ প্রয়োজন প্রায় ৪ লাখ টাকা। কিন্তু চিকিৎসার এই বিশাল অঙ্কের টাকা যোগাড় করা দিনমজুর জালাল উদ্দিনের
পরিবারের প েসম্ভব হচ্ছে না। তাঁর পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। দিনমজুরি দিয়ে সংসার চালান তিনি। ভিটেমাটি পর্যনত্ম নেই। টাকার অভাবে তিনি বিবাহযোগ্য দু' কন্যার বিয়ে দিতে পারছেন না। বকেয়া থাকায় বাসা থেকে বের করে দেয়ার হুমকি দিয়েছে বাসার মালিক। অসুস্থতার কারণে কাজে নামতে পারেন না তিনি নিজেও। অনাহারে-অর্ধাহারে কাটে পরিবারের সব সদস্যের জীবন। একদিকে পরিবারের ভরণপোষণ, অন্যদিকে নিজের চিকিৎসা নিয়ে অসহায় হয়ে পড়েছেন তিনি। এমতাবস্থায় জালাল উদ্দিনের চিকিৎসার জন্য সব হৃদয়বান ও দানশীল ব্যক্তির আনত্মরিক সহযোগিতা কামনা করেছেন তাঁর পরিবারের সদস্যরা। জালাল উদ্দিনের চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করম্নন এই মোবাইল নম্বরে ০১১৯০৩৫০৪১৭। আর সাহায্য দিন তাঁর ছেলে মিজানুর রহমানের এই সঞ্চয়ী হিসেবে_ সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ , বেগম রোকেয়া সরণি শাখা, ঢাকা, হিসেব নং-৪৭৯৫৬।
ঘোষণা ॥ দৈনিক জনকণ্ঠ 'মানুষ মানুষের জন্য' বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রাথর্ীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।

No comments

Powered by Blogger.