১৫ এপ্রিল গঠিত হবে বিডিআর মামলার অভিযোগ
নিজেদের নির্দোষ প্রমাণ করতে অভিযুক্ত বিডিআর জওয়ানদের পর্যাপ্ত সময় দেয়া হয়েছে। ঢাকা সদর দফতর সেক্টরের বিডিআর বিদ্রোহের মামলায় আগামী ১৫ এপ্রিল অভিযোগ গঠন করা হচ্ছে।
পলাতক দুই জওয়ান সিপাহী মাকসুদুর রহমান ও নুরম্নল আলম নির্ধারিত সময়ে হাজির না হলে তাদের মালামাল ক্রোকের নির্দেশ দেয়া হয়েছে।বুধবার সকাল সাড়ে ১০টায় বিশেষ আদালত-৫ এর আদালত বসে। এর আগে সকাল সাড়ে ৯টায় অভিযু্ক্ত ৮৬ জন বিডিআর জওয়ানের মধ্যে ৮৩ জনকে আদালতের কাঠগড়ায় হাজির করা হয়। অসুস্থ বাকী একজনকে এ্যাম্বুলেন্সে করে আদালতের বাইরে হাজির করা হয়। তাকে আদালতের বাইরে লাউডস্পীকারে আদালতের বক্তব্য শুনানো হয়। ইতোপূর্বে পলাতক দুই বিডিআর জওয়ানের বিরম্নদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত। প্রসিকিউটর মেজর মতিউর রহমান আদালতকে জানান, গ্রেফতারি পরোয়ানার কপি পলাতক দুই জওয়ানের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় ফ্যাক্সযোগে পাঠানো হয়েছে। সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে বিদ্রোহের সময় অভিযুক্তরা বিদ্রোহে বাধা না দেয়ায় তাদেরও বিদ্রোহে জড়িত থাকার বিষয়টি প্রমাণ করে প্রসিকিউটর তার যুক্তিতে উলেস্নখ করেন। এজন্য ১৯৭২ সালের বিডিআর আইনের ১০(১)(এ)(১) ধারায় অভিযুক্তরা সমান অপরাধী। পেঁৗনে ১২টা পর্যনত্ম আদালতের কার্যক্রম চলে। পরে আদালত আগামী ১৫দিনের মধ্যে পলাতকদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে নির্দেশ দেন। নতুবা পলাতক জওয়ানদের মালামাল ক্রোক করতে বলা হয়েছে। ১৯৭২ সালের বিডিআর আইন অনুযায়ী বিদ্রোহী বিডিআর জওয়ানরা নিজেদের নির্দোষ প্রমাণ করতে কমপৰে ২৭ দিন সময় পাবেন। অভিযুক্ত বিডিআর জওয়ান নিজেকে নির্দোষ প্রমাণ করতে নিজ খরচায় আইনজীবী রেখে বা বিডিআরের নিজ ইউনিটের কোন উর্ধতন কর্মকর্তার মাধ্যমে বা নিজে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করতে পারবেন। কোন আইনজীবী নিয়োগ করলে আইনজীবী কারাবিধি অনুযায়ী অভিযুক্তদের সঙ্গে কারাগারে গিয়ে মামলা সংক্রানত্ম বিষয়ে পরামর্শ করতে পারবেন।
এর আগে সকালে বিশেষ আদালতের বিচারক ও বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম সাংবাদিকদের জানান, ভবিষ্যতে এ ধরনের বিদ্রোহ ঠেকাতে বিডিআরে ৩ সত্মর বিশিষ্ট গোয়েন্দা ইউনিট গঠনের প্রসত্মাব দেয়া হয়েছে। একটি বিডিআর সদস্যদের নিয়ে, অপরটি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের মাধ্যমে এবং একটি বিভিন্ন সরকারী গোয়েন্দা সংস্থা থেকে অবসরপ্রাপ্ত গোয়েন্দা কর্মকর্তাদের নিয়ে গঠন করার প্রসত্মাব দেয়া হয়েছে।
No comments