এ সপ্তাহে কোথায় কোন মঞ্চ নাটক
আজ বৃহস্পতিবার মহিলা সমিতি মঞ্চে
প্রদর্শিত হবে লোকনাট্যদলের (বনানী) 'তুষাগ্নী', শুক্রবার প্রদর্শিত হবে
মঞ্চসেনা নাট্যদলের 'নাবালক', শনিবার গ্রন্থিক নাট্যদলের 'গিরগিটি',
রবিবার অবয়ব নাট্যদলের 'ভীমরতি', সোমবার অঙ্গীকার নাট্যদলের 'গ্যালিভার
ট্রাভেল্স', মঙ্গলবার মহাকাল নাট্যসম্পদায়ের 'ঘুম নেই' এবং বুধবার
প্রদর্শিত হবে শব্দ নাট্যচর্চা কেন্দ্রের নাটক 'ঠিকানা'।
শিল্পকলা একাডেমীর মূল থিয়েটার হল
আজ বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর মূল থিয়েটার হলে অনুষ্ঠিত হবে ভারতীয় দূতাবাসের অনুষ্ঠান। শুক্রবার অনুষ্ঠিত হবে নৃত্যাঞ্চল, শনিবার প্রদর্শিত হবে মহাকাল নাট্য সম্পদায়ের নাটক 'শিখ-ী কথা', রবি ও সোমবার আওয়ামী জাদুশিল্পী পরিষদের আয়োজনে প্রদর্শিত হবে জাদু প্রদর্শনী। মঙ্গলবার সাপ্তাহিক ছুটি এবং বুধবার অনুষ্ঠিত হবে শিল্পকলা একাডেমীর নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান।
শিল্পকলা একাডেমীর পরীৰণ হল
আজ বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর পরীৰণ হলে মঞ্চস্থ হবে মহাকাল নাট্য সম্প্রদায়ের 'অহম তমসা', শুক্রবার মহাকাল নাট্য সম্প্রদায়ের 'ঘুম নেই', শনিবার মঞ্চস্থ হবে পালাকারের 'নোরার তিন কন্যা', রবিবার আরণ্যক নাট্যদলের 'রাঢ়াঙ', সোমবার প্রাচ্যনাটের 'পুনর্জন্ম', মঙ্গলবার সাপ্তাহিক ছুটি এবং বুধবার মঞ্চস্থ হবে লোকনাট্যদলের (সিদ্ধেশ্বরী) 'লীলাবতী অখ্যান'।
শিল্পকলা একাডেমীর মূল থিয়েটার হল
আজ বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর মূল থিয়েটার হলে অনুষ্ঠিত হবে ভারতীয় দূতাবাসের অনুষ্ঠান। শুক্রবার অনুষ্ঠিত হবে নৃত্যাঞ্চল, শনিবার প্রদর্শিত হবে মহাকাল নাট্য সম্পদায়ের নাটক 'শিখ-ী কথা', রবি ও সোমবার আওয়ামী জাদুশিল্পী পরিষদের আয়োজনে প্রদর্শিত হবে জাদু প্রদর্শনী। মঙ্গলবার সাপ্তাহিক ছুটি এবং বুধবার অনুষ্ঠিত হবে শিল্পকলা একাডেমীর নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান।
শিল্পকলা একাডেমীর পরীৰণ হল
আজ বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর পরীৰণ হলে মঞ্চস্থ হবে মহাকাল নাট্য সম্প্রদায়ের 'অহম তমসা', শুক্রবার মহাকাল নাট্য সম্প্রদায়ের 'ঘুম নেই', শনিবার মঞ্চস্থ হবে পালাকারের 'নোরার তিন কন্যা', রবিবার আরণ্যক নাট্যদলের 'রাঢ়াঙ', সোমবার প্রাচ্যনাটের 'পুনর্জন্ম', মঙ্গলবার সাপ্তাহিক ছুটি এবং বুধবার মঞ্চস্থ হবে লোকনাট্যদলের (সিদ্ধেশ্বরী) 'লীলাবতী অখ্যান'।
No comments