অভিযোগ বেগম জিয়ার, আর প্রমাণের দায় আশরাফের > খন্দকার মোশাররফের মতে
গত এক বছরে আওয়ামী লীগ সরকার আমলে দেশে
কোন নারী নির্যাতন হয়নি তা সৈয়দ আশরাফুল ইসলামকে প্রমাণ করতে বলেছেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সাংবাদিকদের কাছে তিনি বলেন, দেশে হত্যা, নির্যাতন ও ধর্ষণ এখন
নিত্যনৈমিত্তিক ব্যাপার। কিন্তু এসব ঘটনার পরও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
ও সরকারের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, এটি ঠিক নয়। আপনারা
(আশরাফুল ইসলাম) সরকারে আছেন, নারী নির্যাতনের কথা যদি সঠিক না হয় তথ্য
দিয়ে প্রমাণ করম্নন গত এক বছরে কোন নারী নির্যাতন হয়নি। বুধবার দুপুরে নয়া
পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের উদ্দেশ
করে ড. খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। উলেস্নখ্য, আনত্মর্জাতিক নারী
দিবস উপল েগত ৮ মার্চ সন্ধ্যায় বিএনপি আয়োজিত গুলশানের একটি হোটেলে বিরোধী
দলের নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেন, বর্তমান সরকারের
গত ১৩ মাসে সারাদেশে ২০ ভাগ নারী নির্যাতনের শিকার হয়েছেন। পরের দিন
মঙ্গলবার বিকালে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ
সম্মেলনে সৈয়দ আশরাফুল ইসলাম বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়ার বক্তব্যের
বিরম্নদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, আমরা চ্যালেঞ্জ দিলাম, এক কোটি ৬০ লাখ
নির্যাতিত নারীর নাম, ঠিকানা এবং ঘটনাস্থল জাতির সামনে প্রকাশ করম্নন।
দায়িত্বশীল পদে থেকে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট না
করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা গঠনমূলক বিরোধীদলীয় নেত্রী চাই।
কিন্তু
বুধবার দুপুরে সাংবাদিকদের কাছে সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের জবাব
দিয়েছেন বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, আমাদের কাছে
নারী নির্যাতনের অনেক তথ্য আছে। প্রয়োজনে তা জাতির কাছে উপস্থাপন করব।
সারাদেশে নারীদের ওপর নির্যাতন চলছে উলেস্নখ করে তিনি বলেন, গণমাধ্যমে
দেখেছি ২১ ফেব্রম্নয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে কিভাবে
একজন নারী অপমানিত হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও ময়মনসিংহ আনন্দ মোহন
কলেজে ছাত্রীদের ওপর হামলার খবর জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। এর পরও
সরকার বলছে নারী নির্যর্াতন হচ্ছে না। নারী নির্যাতনের কথা সঠিক না হলে
সরকার তথ্য দিয়ে প্রমাণ করম্নক দেশে নারী নির্যাতন হচ্ছে না।
No comments