কর্ণফুলী পেপার মিলে বিস্ফোরণে ২ শ্রমিক নিহত, আহত ২
রাঙ্গামাটি কাপ্তাই কর্ণফুলী পেপার মিলে কেমিক্যাল সেলে ওয়েল্ডিংয়ের কাজ
করার সময় হাইড্রোজেন ট্যাংক বিস্ফোরণে দুই শ্রমিক নিহত ও দু’জন আহত
হয়েছেন।
নিহতের
মধ্যে ওবায়েত মিয়া (৫৫) ঘটনাস্থলে ও রবিউল হোসেনকে (৩৫) চন্দ্রঘোনা মিশন
হাসপাতালে নেয়ার পথে মারা যান। নিহত দু’জনের বাড়ি নোয়াখালীতে। আহত
দু’জনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়েছে।
কর্ণফুলী পেপার মিলের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো: শাহাবুদ্দিন জানান, গতকাল সোমবার সকালে মিলের কেমিক্যাল সেলে ওয়েল্ডিংয়ের সময় আকস্মিকভাবে হাইড্রোজেন ট্যাংক বিস্ফোরণ ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে। হতাহতের সবাই মিলের অস্থায়ী শ্রমিক বলে তিনি জানান। ঘটনা কারণ অনুসন্ধানে কেপিএমের দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার গভীর শোক প্রকাশ করেছেন।
এ দিকে দুর্ঘটনার খবর পেয়ে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা কেপিএমএ ছুটে যান। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে শোকাহতদের প্রতি সমবেদনা জানান। তিনি নিহত দুই শ্রমিকের জন্য ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করেন।
কর্ণফুলী পেপার মিলের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো: শাহাবুদ্দিন জানান, গতকাল সোমবার সকালে মিলের কেমিক্যাল সেলে ওয়েল্ডিংয়ের সময় আকস্মিকভাবে হাইড্রোজেন ট্যাংক বিস্ফোরণ ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে। হতাহতের সবাই মিলের অস্থায়ী শ্রমিক বলে তিনি জানান। ঘটনা কারণ অনুসন্ধানে কেপিএমের দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার গভীর শোক প্রকাশ করেছেন।
এ দিকে দুর্ঘটনার খবর পেয়ে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা কেপিএমএ ছুটে যান। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে শোকাহতদের প্রতি সমবেদনা জানান। তিনি নিহত দুই শ্রমিকের জন্য ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করেন।
No comments