২২তলা চসিক ভবনের ভিত্তি স্থাপন আজ
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থায়নে
নির্মিত হতে যাচ্ছে ২২তলা বিশিষ্ট নগর ভবন। আজ বৃহস্পতিবার আন্দরকিলস্না
মোড়স্থ পুরাতন সিটি কর্পোরেশন ভবনের সামনেই এ নগর ভবনের ভিত্তিপ্রসত্মর
স্থাপন করবেন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।
নগরবাসীর উন্নয়ন ও সম্ভাবনার প্রতীক হিসেবে এ ভবনটি স্থাপন করা হচ্ছে বলে কর্পোরেশন সূত্রে জানানো হয়।
আরেকটি সূত্রে জানা গেছে, ২২তলা এ ভবনটি নির্মাণে ব্যয় হবে প্রায় ৪৮ কোটি টাকা। কর্পোরেশনের এ উন্নয়ন প্রকল্প বাসত্মবায়ন করা হবে। এ ভবন নির্মাণে প্রায় দশ বছর সময় লাগতে পারে। ইতোমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নির্মাণ ব্যয় বাবদ ২৫ কোটি টাকা বরাদ্দ চেয়ে আবেদন জানানো হয়েছে। কিন্তু এখনও বরাদ্দ পাওয়া যায়নি। তবে কর্পোরেশনের তহবিল হতে নগর ভবনের ব্যয় বহন করা হবে। এ জে কনস্ট্রাকশন নামক একটি বেসরকারী ঠিকাদারী প্রতিষ্ঠান ৩৫ কাঠা জায়গার ওপর ভবন নির্মাণের কার্যাদেশ পেয়েছে। ২২তলা ভবনের ভূগর্ভে থাকবে দু'টি ফোর। বাকি ২০তলা থাকবে ওপরে। ভূগর্ভে দু'টি ফোর ও নিচতলাসহ মোট তিনটি ফোর পার্কিং কাজে ব্যবহার হবে। ভবনের ছাদে থাকবে হ্যালিপ্যাড। প্রথম থেকে ছয়তলা পর্যনত্ম প্রতিটি ১৮ হাজার বর্গফুটের, ৭ম থেকে ২০ তলা পর্যনত্ম প্রতিটি ফোর ১৫ হাজার ৭শ' বর্গফুটের। সর্বমোট ভবনের আয়তন ৩ লাখ ৩৩ হাজার ২শ' বর্গফুট।
আরেকটি সূত্রে জানা গেছে, ২২তলা এ ভবনটি নির্মাণে ব্যয় হবে প্রায় ৪৮ কোটি টাকা। কর্পোরেশনের এ উন্নয়ন প্রকল্প বাসত্মবায়ন করা হবে। এ ভবন নির্মাণে প্রায় দশ বছর সময় লাগতে পারে। ইতোমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নির্মাণ ব্যয় বাবদ ২৫ কোটি টাকা বরাদ্দ চেয়ে আবেদন জানানো হয়েছে। কিন্তু এখনও বরাদ্দ পাওয়া যায়নি। তবে কর্পোরেশনের তহবিল হতে নগর ভবনের ব্যয় বহন করা হবে। এ জে কনস্ট্রাকশন নামক একটি বেসরকারী ঠিকাদারী প্রতিষ্ঠান ৩৫ কাঠা জায়গার ওপর ভবন নির্মাণের কার্যাদেশ পেয়েছে। ২২তলা ভবনের ভূগর্ভে থাকবে দু'টি ফোর। বাকি ২০তলা থাকবে ওপরে। ভূগর্ভে দু'টি ফোর ও নিচতলাসহ মোট তিনটি ফোর পার্কিং কাজে ব্যবহার হবে। ভবনের ছাদে থাকবে হ্যালিপ্যাড। প্রথম থেকে ছয়তলা পর্যনত্ম প্রতিটি ১৮ হাজার বর্গফুটের, ৭ম থেকে ২০ তলা পর্যনত্ম প্রতিটি ফোর ১৫ হাজার ৭শ' বর্গফুটের। সর্বমোট ভবনের আয়তন ৩ লাখ ৩৩ হাজার ২শ' বর্গফুট।
No comments