সাই থেকে গ্যাংনাম
বর্তমানে সারা বিশ্বে ‘গ্যাংনাম স্টাইল’ খুব পরিচিত একটি শব্দ। ইউটিউবে
আলোড়ন সৃষ্টিকারী বিষয়টি গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবীয়দের জয়ের
পর ক্রিস গেইলের কাছ থেকে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছেও পরিচিতি
পেয়ে যায়।
অভিনব
এক নৃত্য গ্যাংনামের উদ্ভাবক কে প্রশ্নটি অনেককেই দ্বিধার মধ্যে ফেলে
দেয়। কারণ দণি কোরিয়ান পার্ক জে সাং যিনি পরিচিত সাই নামে, সংক্ষিপ্ত এ
নামটির পরিবর্তে এখন তিনি সবচেয়ে পরিচিত গ্যাংনামে। সম্প্রতি একটি
ইন্টারভিউতে তিনি জানান, ‘সাই নামের চেয়ে গ্যাংনাম নামেই বিশ্বের বিভিন্ন
প্রান্তে পরিচিত তিনি’।
সাইয়ের ‘ওপ্পান গ্যাংনাম স্টাইল’ ইউটিউবে তার গান প্রায় এক বিলিয়ন শ্রোতা শোনেন, যা কি না ইউটিউবের ইতিহাসে আগে কখনো হয়নি! তাই তো তাকে কিং অব ইউটিউব বলা হয়ে থাকে।
সাইয়ের ‘ওপ্পান গ্যাংনাম স্টাইল’ ইউটিউবে তার গান প্রায় এক বিলিয়ন শ্রোতা শোনেন, যা কি না ইউটিউবের ইতিহাসে আগে কখনো হয়নি! তাই তো তাকে কিং অব ইউটিউব বলা হয়ে থাকে।
No comments