ভারতে ধর্ষণবিরোধী কঠোর আইনে প্রেসিডেন্টের অনুমোদন

ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায় মৃত্যুদণ্ডের বিধানসহ ধর্ষণবিরোধী কঠোর আইন অনুমোদন করেছেন। বিবিসি ও আলজাজিরা।
গণধর্ষণ ও দৈহিক নির্যাতনে দিল্লির এক মেডিক্যাল ছাত্রীর মৃত্যুর পর ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে দেশব্যাপী প্রবল বিক্ষোভের মুখে এ আইন অনুমোদন দেয়া হলো। সরকার সুপারিশকৃত আইনটিতে রোববার ভারতীয় প্রেসিডেন্ট সম্মতি দেন।

প্রেসিডেন্ট দফতরের এক ঊর্র্ধ্বতন কর্মকর্তা বলেছেন, নারীর বিরুদ্ধে অপরাধের জন্য জারি করা অধ্যাদেশটিতে সম্মতি দিয়েছেন প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়। আইনটি শিগগিরই কার্যকর করা হবে, তবে পাশপাশি পার্লামেন্টে আলোচনার জন্যও পেশ করা হবে।

ছয় মাসের জন্য প্রযোজ্য এই অধ্যাদেশটি ভারতীয় পার্লামেন্টে অনুমোদিত না হলে ওই সময়ের পর তা আপনা আপনি বাতিল হয়ে যাবে।
       

No comments

Powered by Blogger.