ভালোবাসা দিবসে পপির নতুন গান
গানের মধ্যেই নিজের আত্মতৃপ্তি খুঁজে পান এ সময়ের তন্বী তরুণী কণ্ঠশিল্পী
পপি। তাই গানকে ঘিরেই তার সব ভাবনা। পপি তার তৃতীয় একক অ্যালবামের কাজ
শুরু করেছেন নতুন বছরের শুরু থেকেই।
নতুন অ্যালবামের প্রথম
গানটির মিউজিক ভিডিও এরই মধ্যে নির্মাণ করেছেন। আজ থেকে দেশের বিভিন্ন
স্যাটেলাইট চ্যানেলে পপির নতুন এ গানটির প্রদর্শন শুরু হবে। গানটি লিখেছেন,
সুর ও সঙ্গীতায়োজন করেছেন দেওয়ান আকরাম মাহমুদ। দু’জনেরই শিাগুরু ওস্তাদ
সঞ্জীব দে। সেখানেই মূলত পপির সাথে আকরামের পরিচয়। পরিচয় থেকেই একই
অ্যালবামে দু’জনের কাজ করা। পপির নতুন গানটির কথা হচ্ছে ‘তুমি নদী আমি
নৌকা’। এর মিউজিক ভিডিওটি তৈরি করেছেন পারভেজ। নতুন গান সম্পর্কে পপি বলেন,
‘আকরাম অত্যন্ত মেধাবী একজন গীতিকার ও সঙ্গীত পরিচালক। যেমন তার গায়কী
তেমনি তার সঙ্গীতায়োজন। আমার আত্মবিশ্বাসের জায়গা থেকে এতটুকু বলতে পারি
আমাদের দু’জনের এ গানটি শ্রোতা-দর্শকের অনেক ভালো লাগবে।’ পপি জানান, তার
তৃতীয় অ্যালবামে আটটি গান থাকবে। চারটি দ্বৈত ও দু’জনের দু’টি করে একক গান
থাকবে। পপির প্রথম একক অ্যালবাম সত্যি বাজারে আসে সঙ্গীতার ব্যানারে ২০০৯
সালে। এরপর ২০১১ সালে লেজারভিশনের ব্যানারে বাজারে আসে পপির দ্বিতীয় একক
ইচ্ছে করে। সৈয়দ ওস্তাদ জাকির হোসেনের কাছে উচ্চাঙ্গসঙ্গীত এবং খালিদ
হোসেনের কাছে নজরুলসঙ্গীতের তালিম নিয়েছেন। পপির তৃতীয় এককের অন্যান্য
গানের কাজ চলছে। চলতি বছরের শেষ প্রান্তে অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে
দেয়ার আশা রাখেন পপি।
No comments