বিজ্ঞাপনে সাদিয়া মজুমদার
নাটকের পর এবার বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হয়েছেন সাদিয়া মজুমদার। শিগগিরই
তাকে প্রিন্স চানাচুরের বিজ্ঞাপনে দেখা যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘শোবিজ
অঙ্গনে প্রবেশের পর থেকেই ভালো একটি বিজ্ঞাপনের থিম খুঁজছিলাম।
কিছু
দিন আগে প্রিন্স চানাচুরের বিজ্ঞাপন পাওয়ার পর এর থিমটি আমার ভালো
লেগেছে। তাই কাজ করতে সম্মতি জানিয়েছি। চলিত মাসেই বিজ্ঞাপনটির কাজ শুরু
হবে।’ গত বছরের প্রথম দিকে বাংলাদেশ টেলিভিশনে ‘ক্যাম্পাস’ অনুষ্ঠানের
মাধ্যমে মিডিয়ায় অভিষেক হওয়ার পর এ পর্যন্ত চারটি নাটকেও অভিনয় করেছেন
তিনি। যার মধ্যে রয়েছে একাত্তরের মধ্যমতি, মিশন জি ফাইভ, অনিশ্চিত জীবন ও
সখি ভালোবাসা কারে কয়। নাটক প্রসঙ্গে তিনি বলেন, ‘ভালো থিম হলে যেকোনো
ধরনের নাটকই আমার ভালো লাগে। শুধু বিবেচনায় আনি আমার কাজের পর্যাপ্ত
জায়গাটা। যদি ব্যাটে বলে মিলে যায় সম্মতি জানাই। পছন্দ না হলে বিনয়ের
সাথে না বলে দিই।’ তার অভিনীত নাটকগুলোর মধ্যে সখি ভালোবাসা কারে কয়
প্রচার হয়েছে মাছরাঙা টেলিভিশনে। বাকি নাটকগুলো শিগগিরই প্রচার হবে। এ
দিকে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন বিদায় নামের একটি ধারাবাহিকে। এটি
পরিচালনা করবেন শেখ কামাল।
No comments