হৃদয়কাব্যে মুনমুন
আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে রাত ৯টা ৫ মিনিটে দিগন্ত টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক হৃদয়কাব্য।
এতে
অভিনয় করেছেন জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী রোমানা মালিক মুনমুন।
নাটকটি রচনা করেছেন হাশিম রনি এবং পরিচালনা করেছেন গাজী আপেল মাহমুদ।
নাটকের গল্পে ধনাঢ্য ব্যবসায়ী মুহিতের একমাত্র ছেলে শামীম। শামীম ভার্সিটি
পড়া শেষ করে বাড়িতে ফিরেছে। বাড়ি ফেরার পর থেকেই চঞ্চল সদালাপী শামীম
কেমন গম্ভীর হয়ে থাকে সব সময়। ঠিকমতো খাওয়া-দাওয়া করে না। মা-বাবার
সাথে কথা বলে না। বাবা-মা পরামর্শ করে তাকে বিয়ের কথা বলেন। তাতেও রাজি
হয় না শামীম। মায়ের পরামর্শে বাবার অফিস করতে রাজি হয় শামীম। অফিসে
গিয়েও কলিগদের সাথে বদমেজাজি ও খিটমিটে আচরণ করে সে। জিএম বদরুলের সাথে
পরামর্শ করে শামীমের অধীনে বন্ধুর সুন্দরী মেয়ে মুনিরাকে চাকরি দেন মুহিত
সাহেব। মুনিরার নিয়োগের পর থেকেই শামীম আবার আগের চঞ্চলতা ফিরে পায়।
কিন্তু মুনিরার কাছে পাত্তা না পাওয়ায় নাটকের গল্প মোড় নেয় ভিন্ন দিকে।
এগিয়ে যায় নাটকের গল্প। এতে মুনমুন ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয়
করেছেন গোলাম মাওলা শ্যামল, ঝুনা চৌধুরী, শফিউল ইসলাম বাবু,
গোলাম-এ-মোস্তফা, বদিউর রহমান সোহেল প্রমুখ।
No comments