ভালোবাসা দিবসে দুই নাটকে ইশানা by আলমগীর কবির
একাধিক ধারাবাহিকের ভিড়ে ভালোবাসা দিবসের দু’টি নাটকে অভিনয় করেছেন লাক্স
তারকা ইশানা। নাটক দু’টির মধ্যে রয়েছে শুকুমার চন্দ্রদাশ পরিচালিত এবস
কর্নার ও ইয়ান বিশ্বাসের মনের জানালা।
এ প্রসঙ্গে ইশানা
বলেন, দু’টি নাটকের গল্পই গড়ে উঠেছে টিনএজারদের প্রেমের গল্প নিয়ে। দর্শক
এই বিশেষ দিনে যে ধরনের নাটকের আশা করে তাই এ নাটকগুলোতে দেখতে পারবে।
নাটক দু’টিতে নিজের চরিত্রের পাশাপাশি মূল গল্পও অনেক ভালো লেগেছে। আশা
করি, নাটক দু’টি দেখে সবাই তৃপ্ত হবেন। এ দিকে ইশানা অভিনীত অন ইয়ারে থাকা
ধারাবাহিক নাটকগুলোর মধ্যে ক্ষণিকালয় ও জেনারেশন নেক্সট ডট নাটক দু’টি
বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। ক্ষণিকালয়ে তিনি অভিনয় করেছেন নর্মিতা
চরিত্রে। নর্মিতা প্রসঙ্গে তিনি বলেন, ক্ষণিকালয়ে চারটি প্রজন্ম দেখানো
হচ্ছে। এখানে নর্মিতা চতুর্থ জেনারেশনের একজন। পীযূষ বন্দ্যোপাধ্যায়
নর্মিতার বাবা। সে ভীষণ লক্ষ্মী, বুদ্ধিমতী ও আত্মবিশ্বাসী টিনএজার মেয়ে।
চরিত্রটি বেশ মজার। পরিবারের কেউ কোনো বিপদে পড়লে নর্মিতার কাছে ছুটে আসে।
জেনারেশন নেক্সট নাটকের নওমী চরিত্র প্রসঙ্গে বলেন, নওমী ধনী বাবার আদরের
মেয়ে। মিশুর সাথে ব্রেকআপের পর রওনক হাসানের সাথে পরিচয় হয়েছে। নওমী তার
পরিবারের সাথেও মিশে তাদের পরিবারের আন্তরিকতায় রীতিমতো মুগ্ধ। এখন নওমী
ধীরে ধীরে রওনক হাসানের প্রেমে পড়ে যাচ্ছে। অন ইয়ারে থাকা নাটকগুলোর
পাশাপাশি প্রায় হাফ ডজন নতুন ধারাবাহিকের শুটিং শুরু করেছেন ইশানা। যার
মধ্যে রয়েছে জহিরুল ইসলামের সংঘাত, আজিজুল হাকিমের নিজগৃহে পরবাসী, ইদ্রিস
হায়দারের মানিকগঞ্জের বড় মিয়া, মুরাদ পারভেজের অন্ধ তীরন্দাজ, অসিম
গোমেজের রেডলাইন ইত্যাদি। নতুন নাটকগুলো প্রসঙ্গে ইশানা বলেন, অন ইয়ারে
থাকা ধারাবাহিকগুলোর মতো আমার নতুন ধারাবাহিকগুলোর কাহিনী অনেক সুন্দর। আশা
করি, সবার ভালো লাগবে।
No comments