নীল উপাখ্যান'র প্রথম মঞ্চায়ন
ভ- পুরম্নষদের একজন মঈনুদ্দিন মাস্টার।
লোভী, উচ্চাকাঙ্ৰী মঈনুদ্দিন ঘরে-বাইরে সবখানের নিয়ন্ত্রক হতে চায়। স্ত্রী
আধুনিক হোক সেটা যেমন চায় আবার অনুগত থাকুক সেটাও চায়।
আধুনিক
শিৰিত করার জন্য মঈনুদ্দিন স্ত্রীকে নীলকরদের নীলচাষের নির্মম সত্য ইতিহাস
গল্পের ছলে বলে যায়, কীভাবে নীলকরেরা অত্যাচার করেছে এদেশের জনগণের ওপর।
কীভাবে সে সময় কালো কুসংস্কারাচ্ছন্ন সমাজ একজন নিরপরাধী নারী জোছনাকে
আত্মহত্যায় বাধ্য করেছে। মঈনুদ্দিন বুঝতে পারে না এই গল্পের মধ্য দিয়ে তার
স্ত্রী ফাতেমা গভীর অন্ধকারে থেকে একমুঠো আলো বা একমুুঠো সত্য দেখে ফেলেছে।
ফাতেমার মধ্যে জোসনা ভর করে। প্রতিবাদী হয়ে ওঠে ফাতেমা। নরী জাগরণের এমনি
একটি সময়োপযোগী নাট্য কাহিনী 'নীল উপাখ্যান' শিরোনামে সম্প্রতি ঢাকার মঞ্চে
নিয়ে এলো নতুন নাট্যদল 'নাট নালন্দা'। 'নাট নালন্দা' তাদের 'নীল উপাখ্যান'
নাটকটি এমন দিনে শিল্পকলার স্টুডিও থিয়েটার মঞ্চে তুলল যে দিন
আনত্মর্জাতিক নারী দিবস ঘোষণার একশ' বছর পূর্ণ হলো। 'নীল উপাখ্যান' নাটকটির
নাট্যকার সালমা রানী এবং নির্দেশক সালাউদ্দিন রাহাত। 'নীল উপাখ্যানে'র
প্রথম প্রদর্শনী দেখতে এদিন হাজির হয়েছিলেন দৈনিক কালেরকণ্ঠের সম্পাদক আবেদ
খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুস, বাংলাদেশ গ্রম্নপ
থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী, পথ নাটক পরিষদের সাধারণ
সম্পাদক মিজানুর রহমান, ইডেন মহিলা কলেজের উপাধ্যৰ ড. আয়েশা বেগম, ঢাকা
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষসহ অনেক গুণী
ব্যক্তি। নীল উপাখ্যান নাটকটি নিয়ে নির্দেশক সালাউদ্দিন রাহাত বলেন,
"নাটকটিতে দুটি সময়কে এক করে দেখানো হয়েছে। এখানে দুটি চরিত্র জোসনা ও
ফাতেমা অভিন্ন এবং দুটি সময়ের সমাজের আচরণও অভিন্ন। নাটকটিতে আমরা ফাতেমার
প্রতিবাদের মধ্য দিয়ে এক নতুন সময়ের সূচনা দেখতে পাই।" এত বিষয় থাকতে নারী
জাগরণ বা নারী অধিকারের মতো বিষয়কে কেন নাটকের জন্য বেছে নিলেন_এমন
প্রশ্নের জবাবে সালাউদ্দিন রাহাত বলেন, "নারীরা যদি নিজেদের অধিকার
সম্পর্কে নিজেরা সচেতন না হয় তাহলে পুরম্নষ শাসিত সমাজে নারী মুক্তি কখনই
সম্ভব নয়। লৰ্য করেছি মধ্যযুগেরও আগ থেকে কবি সাহিত্যিকরা শুধু নারীর রূপ
গুণের প্রশংসাই করেছেন, কিন্তু তাদের অধিকারের বিষয়টি তুলে ধরা হয়েছে খুব
সামান্যই। এ নাটকটির মাধ্যমে তাই আমি একটা ৰুদ্র চেষ্টা করেছি মাত্র। নীল
উপাখ্যান নাটটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জহুরা নিপা, আদ্রিক
প্রতু্যষ, কামরম্নন্নহার মীরা, আভা রহমান, রনি খন্দকার, তরম্নণ কানত্মি
সরকার, শরীফুল হক, আমজাদ হোসাইন, সারোয়ার, প্রিন্স, কালাচাঁদ, আমিনুল
ইসলাম, মাহফুজুর রহমান, আবদুলস্নাহ জনি, কামরম্নল হাসান, অসিত কুমার, নীরব
প্রমুখ। য়
No comments