নানা রঙের ইউরো
দর্শকদের বিচিত্র সাজ। বিচিত্র তাদের অঙ্গভঙ্গি। ২০১২ ইউরোর রঙিন ও বর্ণিল দর্শকদের নিয়েই বিশেষ এই অ্যালবাম
ছবি: এএফপি ও রয়টার্স মাথার সাজ কারও মাথায় শিং, কারও মাথায় টোপর, কারও বা জাতীয় পতাকা। এ যেন যেমন খুশি মাথা সাজানোর এক প্রতিযোগিতা
ছবি: এএফপি ও রয়টার্স মাথার সাজ কারও মাথায় শিং, কারও মাথায় টোপর, কারও বা জাতীয় পতাকা। এ যেন যেমন খুশি মাথা সাজানোর এক প্রতিযোগিতা
মুখ ও মুখোশ
মুখোশের আড়ালের মুখটি কে? মুখোশের নকশা, রং ও পোশাক দেখে বোঝাই যায় কে কোন দলের সমর্থক
রকমারি
ছবি তোলার জন্য সমর্থকেরা দাঁড়ান খেলোয়াড়ের সঙ্গে। কিন্তু জার্মানির মারসেল স্মেলজার উল্টো এসে দাঁড়ালেন সমর্থকদের পাশে। এঁরা যে বিশেষ সমর্থক
ইউরোর লজ্জা
হয়ে থাকল এই ছবি। পোল্যান্ড-রাশিয়া ম্যাচে দুই দেশের সমর্থকদের মারামারি
ইউক্রেনিয়ান শিশুটির কান্না থামছেই না। মায়ের কাছ থেকে শিশুটিকে নিয়ে কান্না থামাতে উঠে-পড়ে লাগলেন কজন ডেনিশ সমর্থক
ম্যাচ শুরুর আগে পারফরমারদের এমন কসরত দেখা গেছে টুর্নামেন্টজুড়ে
ইনি সারা কার্বোনেরো, স্পেন অধিনায়ক ইকার ক্যাসিয়াসের বান্ধবী। গত বিশ্বকাপের পর এবার ইউরোতেও ক্যামেরার লেন্সে প্রায়ই ধরা পড়েছেন স্প্যানিশ এই টিভি সাংবাদিক
মুখোশের আড়ালের মুখটি কে? মুখোশের নকশা, রং ও পোশাক দেখে বোঝাই যায় কে কোন দলের সমর্থক
রকমারি
ছবি তোলার জন্য সমর্থকেরা দাঁড়ান খেলোয়াড়ের সঙ্গে। কিন্তু জার্মানির মারসেল স্মেলজার উল্টো এসে দাঁড়ালেন সমর্থকদের পাশে। এঁরা যে বিশেষ সমর্থক
ইউরোর লজ্জা
হয়ে থাকল এই ছবি। পোল্যান্ড-রাশিয়া ম্যাচে দুই দেশের সমর্থকদের মারামারি
ইউক্রেনিয়ান শিশুটির কান্না থামছেই না। মায়ের কাছ থেকে শিশুটিকে নিয়ে কান্না থামাতে উঠে-পড়ে লাগলেন কজন ডেনিশ সমর্থক
ম্যাচ শুরুর আগে পারফরমারদের এমন কসরত দেখা গেছে টুর্নামেন্টজুড়ে
ইনি সারা কার্বোনেরো, স্পেন অধিনায়ক ইকার ক্যাসিয়াসের বান্ধবী। গত বিশ্বকাপের পর এবার ইউরোতেও ক্যামেরার লেন্সে প্রায়ই ধরা পড়েছেন স্প্যানিশ এই টিভি সাংবাদিক
No comments