সংখ্যায় ই উ রো
দুটি ইউরোতে ছয়টি ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি পোল্যান্ড। ইউরোতে সবচেয়ে বেশি ম্যাচ খেলে এখনো জয়ের মুখ না দেখা দলগুলোর মধ্যে রোমানিয়া ও সুইজারল্যান্ডের সঙ্গেই আছে পোল্যান্ড। ১ প্রথমবারের মতো গ্রুপ পর্বের একটি ম্যাচও জিততে পারেনি হল্যান্ড।
ইউরোর ইতিহাসে নবম দল হিসেবে শূন্য পয়েন্ট নিয়ে বিদায় নিল ডাচরা। পরে আয়ারল্যান্ডও যোগ দিয়েছে হল্যান্ডের সঙ্গে।
৩
টুর্নামেন্টে দ্রুততম গোলটি হয়েছে তৃতীয় মিনিটে। গ্রিসের বিপক্ষে চেক প্রজাতন্ত্রের পিওতর জিরাচেক গোলটি করেছেন ঠিক ২ মিনিট ১৪ সেকেন্ডে।
৪
এবার নিয়ে চারবার ফাইনাল খেলছে স্পেন। ১৯৬৪ ও ২০০৮-এর চ্যাম্পিয়নরা ফাইনালে হেরেছে শুধু একবারই ১৯৮৪ সালে ফ্রান্সের বিপক্ষে।
৫
ইউরোতে এক বা দুবার নয় ক্রিস্টিয়ানো রোনালদোকে রেকর্ড পাঁচ-পাঁচবার গোল বঞ্চিত করেছে গোলপোস্ট। যার চারটিই ২০১২ ইউরোতে।
৬
ছয়বার চূড়ান্ত পর্বে খেলে ছয়বারই গ্রুপ পর্ব পেরিয়েছে পর্তুগাল।
৭
বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে খেলা আটটি কোয়ার্টার ফাইনালের সাতটিতেই হেরেছে ইংল্যান্ড।
৮
তিনটি ইউরোতে ১০টি ম্যাচ খেলেছেন গিওরগস কারাগুনিস। এই ১০ ম্যাচেই আটটি হলুদ কার্ড দেখেছেন গ্রিস অধিনায়ক।
৩
টুর্নামেন্টে দ্রুততম গোলটি হয়েছে তৃতীয় মিনিটে। গ্রিসের বিপক্ষে চেক প্রজাতন্ত্রের পিওতর জিরাচেক গোলটি করেছেন ঠিক ২ মিনিট ১৪ সেকেন্ডে।
৪
এবার নিয়ে চারবার ফাইনাল খেলছে স্পেন। ১৯৬৪ ও ২০০৮-এর চ্যাম্পিয়নরা ফাইনালে হেরেছে শুধু একবারই ১৯৮৪ সালে ফ্রান্সের বিপক্ষে।
৫
ইউরোতে এক বা দুবার নয় ক্রিস্টিয়ানো রোনালদোকে রেকর্ড পাঁচ-পাঁচবার গোল বঞ্চিত করেছে গোলপোস্ট। যার চারটিই ২০১২ ইউরোতে।
৬
ছয়বার চূড়ান্ত পর্বে খেলে ছয়বারই গ্রুপ পর্ব পেরিয়েছে পর্তুগাল।
৭
বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে খেলা আটটি কোয়ার্টার ফাইনালের সাতটিতেই হেরেছে ইংল্যান্ড।
৮
তিনটি ইউরোতে ১০টি ম্যাচ খেলেছেন গিওরগস কারাগুনিস। এই ১০ ম্যাচেই আটটি হলুদ কার্ড দেখেছেন গ্রিস অধিনায়ক।
No comments