পাহাড় ধসে পড়া মাটি সরানো হলো না পাঁচ দিনেও

গত মঙ্গলবারের ভারী বর্ষণে নগরের চারুকলা ইনস্টিটিউটের সামনের রাস্তায় জেমস ফিনলের মালিকানাধীন পাহাড় থেকে একটি মাটির চাঁই ধসে পড়ে। ফলে ওয়ার সিমেট্রির পাশের সড়কে গাড়ি চলাচল করছে এক পাশ দিয়ে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন ওই সড়কে চলাচলকারী লোকজন। অথচ পাঁচ দিনেও মাটি সরানো হয়নি।


এ প্রসঙ্গে সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসাইন প্রথম আলোকে বলেন, ‘আমরা রাস্তা থেকে মাটি সরানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু জেমস ফিনলের পাহাড় খুব খাড়া বলে আবার দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে। বিশেষ করে রাস্তার ওপর মাটি সরিয়ে নিলে পাহাড়টি আবার ধসে পড়তে পারে। তাই ভেবে-চিন্তে আমাদের কাজ করতে হচ্ছে।’
স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড় ধসে পড়ায় ওই পথে গাড়ি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। পাঁচ দিন ধরে একমুখী পথ দিয়ে গাড়ি চলাচল করায় ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের। সৃষ্টি হচ্ছে যানজট। অথচ এ ব্যাপারে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

No comments

Powered by Blogger.