এবার টয়লেট পেপারে
পোস্টার, স্টিকার আর বিলবোর্ডে নিজেকে দেখে এতোদিন অনেক খুশি হতেন হ্যারি পটার ড্যানিয়েল রেডক্লিফ। কিন্তু কিছুদিন আগে থাইল্যান্ডের একটি হোটেলে হ্যারি পটারের ছবিওয়ালা টয়লেট পেপারের ব্যাপারে জানতে পেরে অবাক হয়ে গেলেন এ অভিনেতা।
তবে এ বিষয়টি নিয়ে ড্যানি অবাক হলেও কষ্ট পাননি মোটেও। বরং ব্যাপারটি তার কাছে অনেক অদ্ভুত এবং অভিনব মনে হয়েছে। সমপ্রতি রেডক্লিফ ‘দ্য সান’কে জানান, এই ‘পটার’ টয়লেট পেপারের খবর তিনি তার এক বন্ধুর কাছ থেকে জানতে পেরেছেন। আর তার কাছে এটা জেনে মন্দ লাগছে না। কারণ, এমনটা হওয়া মানে হলো, এখনও মানুষ হ্যারি পটারকে ভুলে যায়নি। রেডক্লিফ বলেন, আমি শুধু এ ব্যাপারে শুনেছি, কিন্তু এখনও এটা দেখিনি। তবে এ ‘পটার’ টয়লেট পেপারকে কমপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করছি। কারণ, ‘পটার’ চরিত্রে কাজ করার সুযোগ পাওয়া আমার জীবনে আশীর্বাদের মতো। তবে এখন পটার শেষ, আর এটাকে পুঁজি করে কে কি করলো তা আমার দেখার বিষয় না।
তবে এ বিষয়টি নিয়ে ড্যানি অবাক হলেও কষ্ট পাননি মোটেও। বরং ব্যাপারটি তার কাছে অনেক অদ্ভুত এবং অভিনব মনে হয়েছে। সমপ্রতি রেডক্লিফ ‘দ্য সান’কে জানান, এই ‘পটার’ টয়লেট পেপারের খবর তিনি তার এক বন্ধুর কাছ থেকে জানতে পেরেছেন। আর তার কাছে এটা জেনে মন্দ লাগছে না। কারণ, এমনটা হওয়া মানে হলো, এখনও মানুষ হ্যারি পটারকে ভুলে যায়নি। রেডক্লিফ বলেন, আমি শুধু এ ব্যাপারে শুনেছি, কিন্তু এখনও এটা দেখিনি। তবে এ ‘পটার’ টয়লেট পেপারকে কমপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করছি। কারণ, ‘পটার’ চরিত্রে কাজ করার সুযোগ পাওয়া আমার জীবনে আশীর্বাদের মতো। তবে এখন পটার শেষ, আর এটাকে পুঁজি করে কে কি করলো তা আমার দেখার বিষয় না।
No comments