চীনে ফের বার্ড ফ্লু আতঙ্ক ১ জনের মৃত্যু
মানবজমিন ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের শেনঝেন অঞ্চলে ৩৯ বছর বয়সী এক ব্যক্তি বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। এর ফলে ১৮ মাস পর নতুন করে সেখানে বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণ ঘটলো। এ ঘটনা প্রকাশের পরপরই চীনে তীব্র আতঙ্ক বিরাজ করছে। এদিকে কর্তৃপক্ষ এ ঘটনার কিছুদিন আগেই দুটি মৃত পাখিকে পরীক্ষা করে বার্ড ফ্লুর এইচ ফাইভ এন১ এভিয়ান ভাইরাসের উপস্থিতি শনাক্ত করার পর হংকংয়ে বেশ কয়েক হাজার পাখি মেরে ফেলার নির্দেশ দিয়েছিল।
এ খবর দিয়ে অনলাইন টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত পেশায় বাস-চালক ওই ব্যক্তিকে গত রোববার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তার শরীরে বার্ড ফ্লুর ভাইরাস ধরা পড়ে। শরীরের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রত্যঙ্গ বিকল হয়ে মারা যান তিনি। আক্রান্ত ওই ব্যক্তি গত কয়েক মাসে শেনঝেন প্রদেশের বাইরে গাড়ি চালাননি। তবে তিনি সেখানে প্রায় ১২০ জনের সংস্পর্শে এসেছিলেন বা মেলামেশা করেছিলেন, এমন খবরে জনমনে বার্ড ফ্লু আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ খবর দিয়ে অনলাইন টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত পেশায় বাস-চালক ওই ব্যক্তিকে গত রোববার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তার শরীরে বার্ড ফ্লুর ভাইরাস ধরা পড়ে। শরীরের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রত্যঙ্গ বিকল হয়ে মারা যান তিনি। আক্রান্ত ওই ব্যক্তি গত কয়েক মাসে শেনঝেন প্রদেশের বাইরে গাড়ি চালাননি। তবে তিনি সেখানে প্রায় ১২০ জনের সংস্পর্শে এসেছিলেন বা মেলামেশা করেছিলেন, এমন খবরে জনমনে বার্ড ফ্লু আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
No comments