সারাদেশে বই উৎসব
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হচ্ছে বই উৎসব। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল সকাল ১০টায় বেইলি রোডস্থ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের মধ্যে বই বিতরণের মাধ্যমে ‘পাঠ্যপুস্তক উৎসব’ উদ্বোধন করেন। এ সময় শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি, শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, এনসিটিবি’র চেয়ারম্যান অধ্যাপক মোস্তফা কামালউদ্দিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান-উর রশীদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। এরপর মন্ত্রী মতিঝিল গভঃবয়েজ স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করেন। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ও মতিঝিল গভঃবয়েজ স্কুলের ছাত্রছাত্রীরা নেচে গেয়ে, আনন্দ-উল্লাস করে, প্ল্যাকার্ড-ফেস্টুন নেড়ে, বেলুন উড়িয়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। মন্ত্রীর হাত থেকে নতুন বই পেয়ে তারা আনন্দে উদ্বেলিত হয়। হাজার হাজার শিক্ষার্থী সবাই নতুন বই উঁচু করে নাড়তে থাকে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সরকার শুধু বছরের প্রথমদিনে ছাত্রছাত্রীদের হাতে বই তুলেই দিচ্ছে না, বছরের প্রথম দিন থেকে ক্লাসও শুরু করেছে। তিনি বলেন, এতো বিশাল সংখ্যক বই ছাপিয়ে, পরিবহন করে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলেও ইতিমধ্যে তা রুটিন কর্মসূচির রূপ নিয়েছে। এক্ষেত্রে বড় বড় বাধা ও প্রতিবন্ধকতাগুলো সরকারের দূরদর্শী পরিকল্পনা, সময়োপযোগী মনিটরিং, সাহসী পদক্ষেপের কারণে অপসৃত হয়েছে। ২০১২ শিক্ষাবর্ষে প্রাথমিক, এবতেদায়ী, মাধ্যমিক, দাখিল ও কারিগরি বিদ্যালয়ের ৩ কোটি ১২ লাখ ১৩ হাজার ৭৫৯ জন ছাত্রছাত্রীর মধ্যে ৩১৬টি বিষয়ের মোট ২২ কোটি ১৩ লাখ ৬৬ হাজার ৩৮৩ কপি বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
No comments