নির্বাচনের প্রস্তুতি নিন, জেলা পরিষদ প্রশাসকদের প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার: সদ্য নিয়োগ পাওয়া জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী প্রশাসকদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া পৃষ্ঠা ৮ কলাম ৬
জেলা পরিষদের কার্যক্রম পরিচালনায় প্রশাসকদের দিকনির্দেশনা দেন। বৈঠকে প্রত্যেক বিভাগ থেকে একজন করে প্রতিনিধির বক্তব্য শোনেন প্রধানমন্ত্রী। এছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ড. মহীউদ্দীন খান আলমগীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক অনুষ্ঠানে বক্তব্য দেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রশাসকদের শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করতে বলেছেন। একই সঙ্গে দলীয় কার্যক্রমেও তাদের সক্রিয় হওয়া এবং জেলা পরিষদের প্রশাসক পদে নির্বাচনের প্রস্ততি নেয়ার নির্দেশনা দিয়েছেন। নিজ নিজ এলাকার উন্নয়নে কাজ করে দল এবং নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার পরামর্শ দিয়েছেন। বৈঠকের বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার জেলার প্রশাসক আজিজুর রহমান জানান, স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান হিসেবে জেলা পরিষদকে কার্যকর করা ও কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দিয়েছেন। গাজীপুর জেলা পরিষদের প্রশাসক আক্তারুজ্জামান বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী স্থানীয় এমপি ও নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে নিয়ে কাজ করতে বলেছেন। এছাড়া পরিষদের নির্বাচনের প্রস্তুতি নিতেও তিনি নির্দেশনা দিয়েছেন। জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেয়ার পর এই প্রথম প্রধানমন্ত্রী তাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের কার্যক্রম পরিচালনায় প্রশাসকদের দিকনির্দেশনা দেন। বৈঠকে প্রত্যেক বিভাগ থেকে একজন করে প্রতিনিধির বক্তব্য শোনেন প্রধানমন্ত্রী। এছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ড. মহীউদ্দীন খান আলমগীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক অনুষ্ঠানে বক্তব্য দেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রশাসকদের শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করতে বলেছেন। একই সঙ্গে দলীয় কার্যক্রমেও তাদের সক্রিয় হওয়া এবং জেলা পরিষদের প্রশাসক পদে নির্বাচনের প্রস্ততি নেয়ার নির্দেশনা দিয়েছেন। নিজ নিজ এলাকার উন্নয়নে কাজ করে দল এবং নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার পরামর্শ দিয়েছেন। বৈঠকের বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার জেলার প্রশাসক আজিজুর রহমান জানান, স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান হিসেবে জেলা পরিষদকে কার্যকর করা ও কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দিয়েছেন। গাজীপুর জেলা পরিষদের প্রশাসক আক্তারুজ্জামান বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী স্থানীয় এমপি ও নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে নিয়ে কাজ করতে বলেছেন। এছাড়া পরিষদের নির্বাচনের প্রস্তুতি নিতেও তিনি নির্দেশনা দিয়েছেন। জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেয়ার পর এই প্রথম প্রধানমন্ত্রী তাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
No comments