কুড়িগ্রামে মিনি বিশ্ব ইজতেমা সম্পন্ন
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে: ধরলা নদীর তীরে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী মিনি বিশ্ব ইজতেমা সম্পন্ন হয়েছে। মুজাহিদ কমিটি কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ইজতেমায় দেশ বরেণ্য ইসলামি চিন্তাবিদ ও আলেমরা বয়ান পেশ করেন। ইজতেমায় উত্তরাঞ্চলসহ দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। গতকাল ইজতেমার শেষ দিনে সকাল ৯টায় আখেরি মুনাজাত পরিচালনা করেন, হজরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম। এছাড়া ইজতেমায় আরও বয়ান করেন মুফতি সৈয়দ ফয়জুল করীম, মাওলান নুরুল হুদা ফয়েজী, মাওলানা ছুফিউল্যাহ লাহোরী, মাওলানা লোকমান হোসেন জাফরী, মাওলানা আইয়ুব আলী আনছারী, মাওলানা আবুল হাসান আনছারীসহ দেশ বরেণ্য বক্তারা।
এদিকে তিন দিনব্যাপী ইজতেমার শেষ দিনে গতকাল সকালে ভিড়ের চাপে পড়ে শুকুর আলী (৯০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বাড়ি সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের জাহাজের আলগা গ্রামে।
এদিকে তিন দিনব্যাপী ইজতেমার শেষ দিনে গতকাল সকালে ভিড়ের চাপে পড়ে শুকুর আলী (৯০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বাড়ি সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের জাহাজের আলগা গ্রামে।
No comments