বিএনপি-জামায়াতের ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তার আদেশ
পল্টন থানার একটি মামলায় যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী সোহেলসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি ও মালামাল ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার খান দ্রুত বিচার আইনে এ আদেশ দেন। একই সঙ্গে আদালত ১১ জানুয়ারি গ্রেপ্তার ও ক্রোকি পরোয়ানা জারি-সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন। গত ১৮ ডিসেম্বর ঢাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে বোমা হামলার ঘটনা ঘটে। বোমা হামলা করে জননিরাপত্তা বিঘ্ন করার অভিযোগে পল্টন থানার পুলিশ দ্রুত বিচার আইনে এ মামলা করে। ওই দিন পল্টন থানা-পুলিশ ঘটনাস্থল থেকে ৪১ জনকে গ্রেপ্তার করে। পরে তদন্ত শেষে ২৯ ডিসেম্বর ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। অভিযুক্ত মোয়াজ্জেম হোসেনসহ ১৭ জন পলাতক থাকায় তদন্ত কর্মকর্তা তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তার ও ক্রোকি পরোয়ানা জারি করেন।
No comments