পুলিশের সহায়তা চেয়ে চট্টগ্রাম বিএনপির চিঠি
৮ ও ৯ জানুয়ারি চট্টগ্রামে বিএনপির রোডমার্চ ও পলোগ্রাউণ্ডের জনসভায় সার্বিক নিরাপত্তাসহ রোডমার্চের প্রচারণায় পুলিশ প্রশাসনের সহায়তা চেয়ে চিঠি দিয়েছে নগর বিএনপি। সকালে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো.আবুল কাশেমের সঙ্গে দেখা করে বিএনপি নেতারা চিঠি হস্তান্তর করেন।
নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী স্বাক্ষরিত ওই চিঠিতে রোডমার্চ সামনে রেখে দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধসহ বিনা বাধায় প্রচারণা চালানো এবং দলীয় কর্মকাণ্ড সুষ্ঠুভাবে চালাতে পুলিশ প্রশাসনের সহায়তা চাওয়া হয়েছে। এ সময় নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সহ-সভাপতি আবু সুফিয়ানসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী স্বাক্ষরিত ওই চিঠিতে রোডমার্চ সামনে রেখে দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধসহ বিনা বাধায় প্রচারণা চালানো এবং দলীয় কর্মকাণ্ড সুষ্ঠুভাবে চালাতে পুলিশ প্রশাসনের সহায়তা চাওয়া হয়েছে। এ সময় নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সহ-সভাপতি আবু সুফিয়ানসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
No comments